নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
রাজ্যের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে ত্রিপুরা নিউজ পেপার সোসাইটি ও ইলেকট্রনিক মিডিয়া সোসাইটি। শনিবার(১৩ জুলাই) এই দুই সংগঠন যৌথভাবে বৈঠক করে আগরতলা প্রেস ক্লাবে।
রাজ্যের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে ত্রিপুরা নিউজ পেপার সোসাইটি ও ইলেকট্রনিক মিডিয়া সোসাইটি। শনিবার(১৩ জুলাই) এই দুই সংগঠন যৌথভাবে বৈঠক করে আগরতলা প্রেস ক্লাবে।
সেখানে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত হয়। তাতে উপস্থিত ছিলেন সুবল কুমার দে,প্রণব সরকার, শাণিত দেবরায়, সঞ্জয় কুমার পাল, অরুণ নাথ, সেবক ভট্টাচার্য সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্ণধার ও সম্পাদকরা। সংবাদ মাধ্যমের আর্থিক সংকট, বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের পরিচয়পত্র প্রদান এসমস্ত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দুই সংগঠন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এর সিদ্ধান্ত নিয়েছে।
ছবিঋণঃ সৌজন্যে প্রণব সরকার
১৩ই জুলাই ২০১৯