ঢাকা ব্যুরো অফিস:
প্রিয়া সাহার বিরুদ্ধে মামলা কিংবা গ্রেফতারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
বুধবার (২৪ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, তাকে প্রয়োজনীয় নিরাপত্তা দেয়া হবে।
মন্ত্রী বলেন, আমেরিকার যে অ্যাসিন্টেট সেক্রেটারি আমাদের বাংলাদেশ ডেস্ক দেখেন তিনি আমাকে জিজ্ঞেস করেছেন যে, এই বক্তব্য দেয়ার কারণে দেশে উনাকে গ্রেফতার করা হবে কিনা, তার বিরুদ্ধে মামলা করা হবে কিনা, আমি বলেছি, না, আমরা গ্রেফতার করবো না। উনি উনার বক্তব্য দিয়েছেন, তবে বক্তব্যটা যেহেতু অসত্য ও বানোয়াট, এতে আমাদের দেশের অনেক লোকই অসন্তুষ্ট, তারা যদি কিছু করে, তখন উনি যদি চান আমরা উনাকে প্রোটেকশন দেবো।
২৪শে জুলাই ২০১৯
২৪শে জুলাই ২০১৯