এরা তো শহীদ নয়...
তারা তো শহীদ নয়,যারা বাজি রেখেছিল জান শেকল ছেঁড়ার কাজে,ধুলো খেয়ে ছুটে হয়রান । পিছু ডেকে কেঁদেছিল সাতপুরুষের জমি ভিটে, সে কান্না কানে না তুলে, ছড়িয়ে রক্তের কিছু ছিটে খুঁজেছিল সন্তানের নিরাপদ জমিন আসমান, তাদের বরাদ্দ নয় শহীদের সৌধ ও সন্মান । তারা তো শহীদ নয়,মরেছে বেঘোরে, সে মড়া মাড়িয়ে হেঁটে হারানো স্বদেশ এল ঘরে । ছেলেরা গিয়েছে চলে ঝলসানো আগুনের পেটে, ধড় থেকে মাথা কেটে গড়গলি লাশ, বাতাসের ভারী ডানা বয়ে চলে আহত বিশ্বাস। যাদের কলিজা ছেঁচে খুলেছে আগল পাথর চোখের জল, এখনও তারাই গোনে আরও চড়া দাম, তারই সুদ,যত তারা দিয়েছে আগাম । তারও পরে দিন যায়,রাত আসে কেমন যান্ত্রিক, যাদের দিতেই হবে,বিনা প্রশ্নে তারা প্রান দিক ।
-- চিন্ময় চৌধুরী, আগরতলা
১১ই আগস্ট ২০১৯
তারা তো শহীদ নয়,যারা বাজি রেখেছিল জান শেকল ছেঁড়ার কাজে,ধুলো খেয়ে ছুটে হয়রান । পিছু ডেকে কেঁদেছিল সাতপুরুষের জমি ভিটে, সে কান্না কানে না তুলে, ছড়িয়ে রক্তের কিছু ছিটে খুঁজেছিল সন্তানের নিরাপদ জমিন আসমান, তাদের বরাদ্দ নয় শহীদের সৌধ ও সন্মান । তারা তো শহীদ নয়,মরেছে বেঘোরে, সে মড়া মাড়িয়ে হেঁটে হারানো স্বদেশ এল ঘরে । ছেলেরা গিয়েছে চলে ঝলসানো আগুনের পেটে, ধড় থেকে মাথা কেটে গড়গলি লাশ, বাতাসের ভারী ডানা বয়ে চলে আহত বিশ্বাস। যাদের কলিজা ছেঁচে খুলেছে আগল পাথর চোখের জল, এখনও তারাই গোনে আরও চড়া দাম, তারই সুদ,যত তারা দিয়েছে আগাম । তারও পরে দিন যায়,রাত আসে কেমন যান্ত্রিক, যাদের দিতেই হবে,বিনা প্রশ্নে তারা প্রান দিক ।
-- চিন্ময় চৌধুরী, আগরতলা
১১ই আগস্ট ২০১৯