Type Here to Get Search Results !

" উদাত্ত আহ্বান" --- বাংলাদেশ থেকে কে এ বিপ্লব এর কবিতা

" উদাত্ত আহ্বান"

উম্মোচন করে দাও নির্দয়ী হৃদয়োদ্বার,
সেখানে সত্য পূজার অর্ঘ্য নিবেদন করে সকল
অহমিকা জলাঞ্জলি দিয়ে মানবতা করো পুনরুদ্ধার।
পাঁচ ইন্দ্রিয় গড়া নামে ইনসান,
স্রষ্টার সৃষ্টিত্ব আর মনুষ্যত্ব ভুলে
ভ্রাম্যমান আমৃত লোভে ভ্রান্ত পথে গমন।
অন্ধত্বের ঘোরে ব্যাকুলিত প্রবঞ্চকের সুরে,
অসত্য আর সত্যের বিভেদ ভুলে দাম্ভিকতা
নিষ্ঠুরতায় আছো ইমারতের ভিড়ে।
সৃষ্টির শ্রেষ্ঠত্বের উজ্জীবিত সত্তা ভালোবাসা,
এ অবনীতে আজি তা নেহাতই অনাদরীয়
কর্তব্য পরায়ণতা যেন তুচ্ছ গ্রাসে পঙ্গুত্ব নেশা।
কুৃঅর্থে উপার্জিত সুনামি অধিষ্ঠিত,
যেখানে সমাজ সংসার রাষ্ট্র বিবেকতা
দায়বদ্ধতার পিঞ্জরে আবদ্ধ যেন, সত্য বঞ্চিত।
তবে কি বৃথা? পথ প্রদর্শকয়ীদের দুর্গম আগমন,
ভালোবাসার মিশ্রণে পরিবেষ্টিত সকল সৃষ্টি
উদাত্ত আহবানে রুদ্ধ হয়েছিল মিথ্যের নিপীড়ন।
এসো হে আত্মভোলা লক্ষ্যভ্রষ্ট পথিক,
নৈবদ্যের থালায় উপাদেয় অর্পণ করে
নাবিকের সাধিত চালনায় লভি সুন্দরতার দিক।

খোরশেদ আলম বিপ্লব
লেখক ও মানবাধিকার কর্মী
ঢাকা, বাংলাদেশ

১১ আগস্ট ২০১৯ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.