আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কবির প্রেম..." অস্ট্রেলিয়া থেকে রবিরশ্মি ঘোষ এর কবিতা

    আরশি কথা
    কবির প্রেম...
    অরুন রাগের প্রথম আভাস পূব দিগন্ত পানে,
    বাতাস হয়েছে অনুরণিত প্রভাতী পাখির গানে|
    “বিনিদ্র রজনী কাটিল সজনী ভাবিয়া তোমার কথা”,
    এই কথা ভেবে কালিদাস চলে, মনেতে অসীম ব্যথা|
    মাসের পরেতে বছর ঘুরেছে হয় নি তো চোখে চাওয়া,
    কালিদাস ভাবে এহেন সকালে হবে কি প্রিয়া কে পাওয়া|
    ক্লান্ত চরণ, নিশি জাগরণ, ক্লেশ কিসে হয় বেশি,
    নয়ন সমুখে ভেসে ওঠে শুধু আনন মুক্তকেশী|

    সেদিনও এমনি ছিল যে সকাল, ছেড়ে সে প্রিয়ার ভবন,
    বাহিরে গেছিল কালিদাস যবে মুছিতে ললাট লিখন|
    তাহার পরেতে কেটে গেছে কবে বহু বৎসর কাল,
    সরস্বতীর সাধনার বলে জ্বলেছে জ্ঞানের মশাল|

    এখন আবার এসেছে সময় বঁধুয়া মিলন লাগি,
    সে কথা ভেবে অন্তবিহীন কেটেছে যে রাত জাগি|
    প্রাসাদ দুয়ারে প্রহরী শুধায়, “কি বা তব প্রয়োজন?
    কালিদাস কয়, “যাইব ভিতরে, আছে যে আপনজন|
    সংবাদ গেল অন্তঃপুরেতে, এসেছে কে এক জন,
    দেখা করিবারে রাজকন্যারে ধনুর্ভঙ্গ পন|
    এ খবর শুনে রাজার দুহিতা কৌতুহলের বশে,
    প্রহরীরে কয়, “প্রেরণ কর সে আগন্তুকেরে এখনি আমার সকাশে|
    আদেশের পরে প্রহরী কহে, “কালিদাস তুমি যাও,
    রুদ্ধ দুয়ার রাজকুমারীর যদিবা খুলিতে চাও|

    ক্লান্ত চরণে কালিদাস যায় রুদ্ধ দুয়ার সমুখে,
    হৃদয় আবেগে কন্ঠ বিকল, শব্দ আসে না মুখে|
    যার কথা ভেবে কেটেছে অনেক নিদ্রা বিহীন নিশা,
    তাকে অবশেষে কহে কালিদাস, “অস্তি কস্চিৎ বাক বিশেষা|

    (কিংবদন্তী বলে কবি প্রিয়া তাকে বলেছিলেন প্রতিটি শব্দ দিয়ে এক একটি মহাকাব্যের রচনা করতে| কুমারসম্ভব শুরু হয় “অস্তি উত্তরাশ্যাং দিশি ....” দিয়ে আর মেঘদূতের শুরু “কস্চিৎ কান্তা....” দিয়ে|)

    -- রবিরশ্মি ঘোষ, অস্ট্রেলিয়া 

    ২৪শে আগস্ট ২০১৯
    3/related/default