Type Here to Get Search Results !

শরতের আগমন..." সৌদি আরব থেকে এস এইচ রুবেল এর অনুভব

শরতের আগমন...

শরতের আগমনে ঝিরিঝিরি বৃষ্টিতে আজ চারদিকে কাশফুলের সমারোহ প্রকৃতিকে দিয়েছে নতুন প্রাণ নেমন্তন্ন করিনি বলে থেমে থাকেনি তবু প্রকৃতির নিয়মেই এসেছে ধরায়,গেয়েছে আপন গান। শরতের আগমনে হৃদয়ও মন্দিরে এ কোন দোলা লেগেছে আজি বৃষ্টিতে ভিজে কাশবনে হারাতে মন চায় যেমনি করে ভিজেছি শৈশবে করেছি কত দূরন্তপনা এদিক ওদিক ছুটোছুটি দিন শেষে ঘরে ফেরা। বর্ষার বিষন্নতা ভুলে শরৎ প্রকৃতিকে সাজিয়েছে আপন সাজে বিলে ফুটেছে শাপলা গাছে গাছে শিউলির সুবাস শেপালি মালতী কামিনী জুঁই টগর ফুটেছে পদ্মফুল মাঝে মাঝে টুপটাপ বৃষ্টি আর সাত রঙ্গে রাঙ্গিয়ে আকাশ মন যেন উতলা হয় কোন সে প্রেয়শীর খোঁজে। গ্রামের গৃহিণী বৃষ্টিতে ভিজে কুড়িয়ে গাঁথিছে শেফালী ফুলের মালা, সখা আসিবে কাজ শেষে বিঁধিবে তার গলে চুম্বন আঁটিবে কপালে সখির কোনসে দুষ্টমির ছলে কবিরা আজ শব্দ বুনিছে প্রকৃতিকে ভালেবেসে।

এস এইচ রুবেল, সৌদি আরব

১৮ই আগস্ট ২০১৯

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.