" খোকা থেকে জাতির পিতা"
যে বিষ্ময় সৃষ্টি করেছো তুমি খোকা একটি স্বাধীন ভূখণ্ড উপহার দিয়ে পাকীদের হারিয়ে বানিয়েছ বোকা শত অত্যাচার,নিপীড়নে দমন করতে পারেনি তোমার অগ্নি ভাষণে রক্তে জ্বালিয়েছিলে আগুন তাই ওরা রাতের আঁধারে ঝাঁপায় শক্তি নিয়ে দ্বিগুণ। সারা বিশ্বে এমন নেতা হাতে গোনা কজন তুমিই তাঁদের মধ্যে অন্যতম তোমার জ্বালাময়ী ভাষণে ধরেছিল রক্তে কাঁপন তাইতো নিরীহ বাঙালি একটুও ডরায়নি দৃঢ় মনোবলে লড়েছিল। ন'মাসে স্বাধীন এমন নজির নেই কোথাও খোকা থেকে হলে জাতির পিতা ও। কিছু হায়েনা তোমায় দিয়েছে ধোঁকা তোমার স্নহের সুযোগে বানিয়েছে বোকা সাধারণ ক্ষমা ঘোষণা ছিল তোমার মহৎ গুণ তোমার নুন খেয়ে তারাই তোমায় করেছে খুন। রাতের আঁধারে ওরা পেছন থেকে চালিয়েছিল বুলেট শিশু রাসেলসহ পোয়াতি,নব পরিণীতা কাউকে দেয়নি রেহাই স্ব পরিবারে ওরা তোমার বুক ঝাঁঝরা করলো রক্তের নহর বইয়ে দিল। ভেবেছিল পিতাশূন্য করবে জাতিকে না, পারেনি করতে ওরা সমূলে নির্মূল ভাবতেও পারেনি চাইলেই সহজ নয় তাইতো পিতা তোমাকে ৪৪ বছরেও ভুলেনি জাতি ধোঁকাবাজদের কিছু শাস্তি পেয়েছে আরো পাবে বাকি। হৃদয়ে তোমার আসন আছে তাইতো জ্বলছে এখনো স্বাধীনতার বাতি। যতদিন বহমান রবে পদ্মা,মেঘনা,যমুনা ধরণীর বুকে ততোদিন তুমি জাগরুক রবে বাঙালি তথা বিশ্ব দরবারে মানুষের হৃদয়ে তোমার শক্তিতে আজও বাঙালি জাগরুক বুলেট কেড়ে নিতে পারেনি তোমাকে খালি করে বাঙালির বুক।।
-- তাহমিনা বেগম, লেখক, কবি ও গীতিকার
বাংলাদেশ
১৮ই আগস্ট ২০১৯
যে বিষ্ময় সৃষ্টি করেছো তুমি খোকা একটি স্বাধীন ভূখণ্ড উপহার দিয়ে পাকীদের হারিয়ে বানিয়েছ বোকা শত অত্যাচার,নিপীড়নে দমন করতে পারেনি তোমার অগ্নি ভাষণে রক্তে জ্বালিয়েছিলে আগুন তাই ওরা রাতের আঁধারে ঝাঁপায় শক্তি নিয়ে দ্বিগুণ। সারা বিশ্বে এমন নেতা হাতে গোনা কজন তুমিই তাঁদের মধ্যে অন্যতম তোমার জ্বালাময়ী ভাষণে ধরেছিল রক্তে কাঁপন তাইতো নিরীহ বাঙালি একটুও ডরায়নি দৃঢ় মনোবলে লড়েছিল। ন'মাসে স্বাধীন এমন নজির নেই কোথাও খোকা থেকে হলে জাতির পিতা ও। কিছু হায়েনা তোমায় দিয়েছে ধোঁকা তোমার স্নহের সুযোগে বানিয়েছে বোকা সাধারণ ক্ষমা ঘোষণা ছিল তোমার মহৎ গুণ তোমার নুন খেয়ে তারাই তোমায় করেছে খুন। রাতের আঁধারে ওরা পেছন থেকে চালিয়েছিল বুলেট শিশু রাসেলসহ পোয়াতি,নব পরিণীতা কাউকে দেয়নি রেহাই স্ব পরিবারে ওরা তোমার বুক ঝাঁঝরা করলো রক্তের নহর বইয়ে দিল। ভেবেছিল পিতাশূন্য করবে জাতিকে না, পারেনি করতে ওরা সমূলে নির্মূল ভাবতেও পারেনি চাইলেই সহজ নয় তাইতো পিতা তোমাকে ৪৪ বছরেও ভুলেনি জাতি ধোঁকাবাজদের কিছু শাস্তি পেয়েছে আরো পাবে বাকি। হৃদয়ে তোমার আসন আছে তাইতো জ্বলছে এখনো স্বাধীনতার বাতি। যতদিন বহমান রবে পদ্মা,মেঘনা,যমুনা ধরণীর বুকে ততোদিন তুমি জাগরুক রবে বাঙালি তথা বিশ্ব দরবারে মানুষের হৃদয়ে তোমার শক্তিতে আজও বাঙালি জাগরুক বুলেট কেড়ে নিতে পারেনি তোমাকে খালি করে বাঙালির বুক।।
-- তাহমিনা বেগম, লেখক, কবি ও গীতিকার
বাংলাদেশ
১৮ই আগস্ট ২০১৯