" ভালবাসা নাও "
না বলা কথা যদি থেকে থাকে তাহলে বলে ফেলো, আমি তা মনের মাধুরী দিয়ে সুর তুলে তোমাকে শোনাবো, ওমা তুমি জানো না আমি গান গাই? এসো না তবে বাহুডোরে কিসের এত ব্যথা তোমার? গান শোনো দেখো মন ভালো হয়ে যাবে, ব্যথা ভুলিয়ে দেয়াই যে আমার কাজ, এই দেখো আমি গান ধরেছি? তুমি ঘুমিয়ে পড়, নরম ঘাসে আমার কোলে মাথা দিয়ে, দেখো দেখো আকাশে সাদা বক উড়ে যায়? ভালো লাগে তোমার? আর কি ভালো লাগে বলো তো? কবিতা শোনো না? গান শোনো না? আকাশে পাখি দেখো না? কি করে ভালোবাসা শিখবে? এসো না তোমায় ভালোবাসতে শিখাই? কারণ আমি যে তোমার হাতে তরবারি নয়, ফুলের মালা চাই।
-- ডা. সুলতানা পারভীন রুমা, বাংলাদেশ
২৫শে আগস্ট ২০১৯
না বলা কথা যদি থেকে থাকে তাহলে বলে ফেলো, আমি তা মনের মাধুরী দিয়ে সুর তুলে তোমাকে শোনাবো, ওমা তুমি জানো না আমি গান গাই? এসো না তবে বাহুডোরে কিসের এত ব্যথা তোমার? গান শোনো দেখো মন ভালো হয়ে যাবে, ব্যথা ভুলিয়ে দেয়াই যে আমার কাজ, এই দেখো আমি গান ধরেছি? তুমি ঘুমিয়ে পড়, নরম ঘাসে আমার কোলে মাথা দিয়ে, দেখো দেখো আকাশে সাদা বক উড়ে যায়? ভালো লাগে তোমার? আর কি ভালো লাগে বলো তো? কবিতা শোনো না? গান শোনো না? আকাশে পাখি দেখো না? কি করে ভালোবাসা শিখবে? এসো না তোমায় ভালোবাসতে শিখাই? কারণ আমি যে তোমার হাতে তরবারি নয়, ফুলের মালা চাই।
-- ডা. সুলতানা পারভীন রুমা, বাংলাদেশ
২৫শে আগস্ট ২০১৯