Type Here to Get Search Results !

স্বরোজগেরে হওয়ার জন্য ' স্বাগত '


নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
স্বরোজগারে ইচ্ছুক বেকারদের জন্য এক নতুন দিশা নিয়ে এলো রাজ্য সরকার। বিভিন্ন জায়গায় খোলা হবে  'স্বাগত' কাউন্টার। ক্ষুদ্রশিল্প স্থাপনের জন্য ঋণ নিতে গেলে কি সেই প্রক্রিয়া, কি কি কাগজপত্র কিভাবে প্রস্তুত করতে হবে সেই সঙ্গে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে 'স্বাগত'। সোমবার (২ সেপ্টেম্বর) বিধানসভা অধিবেশনের ফাঁকে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
তিনি আরও বলেন, ইতিমধ্যে দশটি প্রকল্প এসেছে।কিন্তু সেগুলি কি, সেবিষয়ে বিস্তারিত জানাতে পারেন নি। বলেন, বিধানসভার ব্যস্ততার কারণে তা পড়ার সময় পাননি। তিনি আরও দাবি করেন, ১৯টি দপ্তর এর সঙ্গে যুক্ত হয়েছে। আবেদনের এক মাসের মধ্যে ক্লিয়ারেন্স পাওয়া না গেলে সেলফ এফিডেভিট দিয়ে কাজ শুরু করা যাবে। তাই নতুন এই প্রকল্প বেকারদের স্বাবলম্বী করে তুলতে নতুন দিশা দেখাবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তাতে রাজ্যের অর্থনৈতিক মানোন্নয়ন ঘটবে।

ছবিঃ সুমিত কুমার সিংহ

২রা সেপ্টেম্বর ২০১৯