আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস প্রার্থী রতন চন্দ্র দাস

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    সোমবার নাম ঘোষণার পর মঙ্গলবারই মনোনয়নপত্র জমা দিলেন ১৪ বাধারঘাট কেন্দ্রের উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী রতন চন্দ্র দাস। এদিন দুপুরে কংগ্রেস ভবনের সামনে হয় জমায়েত। সেখান থেকে বের হয় মিছিল। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায়,সুবল ভৌমিক, পিসিসি'র সহ-সভাপতি পীযূষ বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা। প্রার্থী রতন চন্দ্র দাস মনোনয়নপত্র জমা দেন অতিরিক্ত জেলাশাসক তথা রিটার্নিং অফিসার তরুণ দেববর্মার কাছে।
    প্রার্থী শ্রী দাস বলেন, নির্বাচনে জয়ী হলে রাস্তাঘাট এবং পানীয় জলের সমস্যা দূরীকরণের উপর গুরুত্ব দেবেন। বাধারঘাট কেন্দ্রে বার্ধক্য ভাতা নিয়েও অনিয়ম রয়েছে বলে জানান। ন্যায্য দাবিদাররা ভাতা পাচ্ছেন না। তাই এই সমস্ত বিষয়গুলির উপর অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন। বুধবার(৪ সেপ্টেম্বর) থেকে প্রচারে বের হবেন কংগ্রেসের এই প্রার্থী। তিনি নিজেই একথা জানিয়েছেন। এদিকে প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক শাসক দলের তীব্র সমালোচনা করেন। বলেন, রাজ্যে অপশাসন চলছে। বিজেপি নির্বাচনের আগে দেওয়া কোনও প্রতিশ্রুতি রক্ষা করছে না।মানুষ এখন তা বুঝতে পারছে। অবাধ এবং স্বচ্ছ নির্বাচন হলে এই কেন্দ্রে কংগ্রেস জয়ী হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। কারণ বাধারঘাট কেন্দ্রটি বরাবরই কংগ্রেসের শক্ত ঘাটি।

    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ৩রা সেপ্টেম্বর ২০১৯    
    3/related/default