Type Here to Get Search Results !

অবাধ নির্বাচন হলে জয় নিশ্চিত ।। মনোনয়নপত্র জমার আগে বললেন বামফ্রন্ট প্রার্থী

 নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
বাধারঘাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী বুল্টি বিশ্বাস মঙ্গলবার(৩ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দিয়েছেন রিটার্নিং অফিসার তরুণ দেববর্মার কাছে। এদিন সকালে সিপিএমের সদর বিভাগীয় কমিটির কার্যালয়ের সামনে থেকে বের হয় মিছিল। দলীয় কর্মী সমর্থকদের বেশ ভালোই উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। মিছিলে অংশ নেন সিপিএমের পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর, প্রাক্তন বিধায়ক সুব্রত চক্রবর্তী, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, মেয়র পারিষদ বিশ্বনাথ সাহা, নারী নেত্রী রূপা গাঙ্গুলি সহ অন্যান্যরা। প্রার্থী 
বুল্টি বিশ্বাস বর্তমানে পুর নিগমের কাউন্সিলার।
তিনি জানান, প্রচারে বের হয়ে ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। প্রতিদিন বাড়ি বাড়ি প্রচারে বের হচ্ছেন। সুষ্ঠুভাবে আইন শৃঙ্খলা বজায় রেখে অবাধ ও স্বচ্ছতার সঙ্গে ভোট হলে সিপিএমের জয় কেউ আটকাতে পারবেনা বলে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন। একই সঙ্গে শাসক দলের সমালোচনা করতেও ছাড়েন নি। বলেন, রাজ্যের যে হাল তাতে গত দেড় বছরে মানুষের ভুল ভেঙ্গেছে। তাই সঠিকভাবে ভোট হলে মানুষ এর জবাব দিতে প্রস্তুত বলে অভিমত ব্যক্ত করেন তিনি। পাশাপাশি পবিত্র করও শাসক দলের তীব্র সমালোচনা করেন। বলেন, এই উপনির্বাচনে মানুষের কাছে একটা সুযোগ এসেছে বিজেপিকে জবাব দেওয়ার। কিন্তু নির্বাচন কতটা অবাধ ও স্বচ্ছতার সঙ্গে হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

ছবিঃ সুমিত কুমার সিংহ

৩রা সেপ্টেম্বর ২০১৯  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.