Type Here to Get Search Results !

৪৮ বছর পর বাংলাদেশের সব সীমান্ত পিলার থেকে সরলো পাকিস্তানের নাম

আবু আলী, ঢাকা ॥
ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত পিলারগুলো থেকে পাকিস্তানের নাম সরানো হয়েছে। স্বাধীনতার প্রায় ৪৮ বছর পর বাংলাদেশের সব সীমান্ত পিলার থেকে পাকিস্তানের নাম সরালো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির তরফ থেকে জানানো হয়েছে, পিলারগুলো থেকে পাকিস্তানের সংক্ষিপ্ত পাক শব্দটি সরিয়ে সেখানে বাংলাদেশের সংক্ষিপ্ত বিডি শব্দটি লেখা হয়েছে। বিজিবি আরও জানিয়েছে, যেসব সীমান্তে পিলারে ‘পাক’ শব্দটি রয়েছে সেগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী বদলিয়ে দিয়েছে আধাসামরিক বাহিনী।
১৯৪৭ সালে ভারত ভাগের পর ভারত ও তৎকালীন পূর্ব-পাকিস্তান সীমান্তে ৮ হাজারের বেশি পিলারে ‘ভারত-পাকিস্তান’ শব্দ দুটি লেখা হয়।
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও দেশের সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং চট্টগ্রামে ভারতের সঙ্গে পিলারগুলোতে ‘পাকিস্তান’ শব্দ থেকে যায়। পরে, বিজিবি নিজ খরচে স্বল্প সময়ে সেসব পিলারে বাংলাদেশের নাম বসায় বলেও জানিয়েছে বিজিবি।

১২ই সেপ্টেম্বর ২০১৯

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.