প্রভাষ চৌধুরী, ঢাকা ব্যুরো অফিস:
ঘরে বসে অনলাইনে থানায় সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করার সুবিধা চালু হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বলেন, ‘এ সুবিধা চালুর শুরুতে অনলাইনে লস্ট অ্যান্ড ফাউন্ড জিডি করা যাবে। প্রাথমিকভাবে ঢাকা ও ময়মনসিংহের বাসিন্দারা এ পদ্ধতিতে জিডি করার সুবিধা পাবেন।’
বৃহস্পতিবার মন্ত্রণালয়ে ‘ডিজিটাল কেইস ডায়েরি’ এর ওপর পর্যালোচনা সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সভায় উপিস্থত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সভায় অনলাইনে জিডি করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। একজনকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা ও ময়মনসিংহের পর পর্যায়ক্রমে সব ধরনের জিডি নেওয়ার সুবিধা সারাদেশে চালু করা হবে।’
নিরাপদ নগরী (সেইফ সিটি) নিয়েও সভায় আলোচনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুরুতে ঢাকা মহানগরকে, পরবর্তীতে চট্টগ্রামসহ অন্যান্য সিটিকে এ প্রজেক্টের আওতায় আনা হবে। ঢাকা মহানগরে প্রায় ছয় হাজার কিলোমিটার রাস্তা রয়েছে। সেফসিটির আওতায় সমস্ত রাস্তায় ক্যামেরা বসানো হবে এবং ট্রাফিক ব্যবস্থাপনাও এর মধ্যে নিয়ে আনা হবে।’
টাঙ্গাইলের ধারাবাহিকতায় দেশের সব কারাগারে মোবাইল ফোনে বন্দীদের স্বজনের সঙ্গে কথা বলার ব্যবস্থা করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি স্বজনদের সাথে বন্দীদের কথা বলার সুযোগ দেওয়ায় সরাসরি সাক্ষাত প্রায় ৮০ শতাংশ কমে গেছে।’
‘তাই কারাগারগুলোতে বন্দীদের সাথে স্বজনদের মোবাইল ফোনের কথা বলার প্রজেক্ট চালু করতে যাচ্ছি।’
জরুরি সেবার ‘৯৯৯’ নম্বরের কার্যক্রমে আরও গতি আনতে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
অন্যদিকে বৈঠকের শুরুতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, জরুরি সেবার ৯৯৯ নম্বর চালু হওয়ার পর এ পর্যন্ত এক কোটি ৪২ লাখ কল রিসিভ হয়েছে।
১২ই সেপ্টেম্বর ২০১৯
১২ই সেপ্টেম্বর ২০১৯