প্রেস ক্লাবে বিনামূল্যে স্বাস্থ্য শিবির

আরশি কথা
নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো আগরতলা প্রেস ক্লাবে। একটি বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) এই স্বাস্থ্য শিবির হয়। তাতে সাংবাদিকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থাপত্র লিখে দেন ডাক্তাররা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে, সম্পাদক প্রণব সরকার, দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক, আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা সহ অন্যান্যরা। এদিন সাংবাদিকদের ইসিজি, ব্লাড সুগার, রক্তচাপ, চক্ষু ইত্যাদি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়।
প্রেস ক্লাবের সভাপতি শ্রী দে জানান, আগামী কিছুদিনের মধ্যে আরও একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। সম্পাদক প্রণব সরকার বলেন, আগরতলা প্রেস ক্লাব বরাবরই সাংবাদিকদের জন্য বিভিন্ন কর্মসূচী পালন করে থাকে।

ছবিঃ সুমিত কুমার সিংহ
১২ই সেপ্টেম্বর ২০১৯  
3/related/default