দুই গলির শহর..." বাংলাদেশ থেকে আজম পাটোয়ারী'র কবিতা

আরশি কথা
দুই গলির শহর...
দুই গলির শহরে,
আমি পরে আছি অন্ধ আবেগে,
খুজি না আজ স্বপ্ন খোজে না স্বপ্নেরা।
এমনই জীবন কারনে অকারনে
প্রেম হারা  উর্বর বাতাসে।
আমি তো একা ছিলাম
ভাল ছিল আবির ছটা বিকেলটা।
বুজিনি সময় বুজিনি মন,
তবুও আমি সেই একজন,
কামনার ফারাকে সন্তপর্নি সরন।
কেন? এমন সারর্থ ভালবাসার
আদ্যোগল্পে স্রোতের মায়ায়।
দুই গলির আবেগিক শহরে
আমি আজ এক মাতাল বেসামাল,
প্রেম হারা উর্বর বাতাসে।

-- আজম পাটোয়ারী,চাঁদপুর
 বাংলাদেশ

১৫ই সেপ্টেম্বর ২০১৯
3/related/default