বুঝলে সুসময়, পৃথিবীতে 'মৃত্যু' বলে কিছু নেই এটা মানুষের দেওয়া একটা নাম মাত্র বলতে পারো জাগতিক জীবনের সমাপ্তি উত্তরসূরিদের পৃথিবীতে জায়গা করে দেওয়ার নামান্তর মাত্র দেহ থেকে আত্মার প্রস্থান হলে জাগতিক মুক্তি হয় কিন্তু আত্মাতো শক্তি, আর বিজ্ঞান বলে- শক্তির ক্ষয় বা বিনাশ নেই তাহলে তুমি এটাকে কি বলবে সুসময়?
-- অমিয় দত্ত ভৌমিক, বাংলাদেশ
১৫ই সেপ্টেম্বর ২০১৯