Type Here to Get Search Results !

জাতীয় স্তরের সম্মান প্রাপ্তিতে এডিএম এর উপস্থিতিতে টিজিবিআরসেটি'র পরিচালককে সংবর্ধনাজ্ঞাপন

 নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
টিজিবিআরসেটি সংস্থা হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের একমাত্র প্রশিক্ষণ কেন্দ্র যা সিপাহিজলা জেলার বিশ্রামগঞ্জে অবস্থিত। এই সংস্থাটিতে স্বাবলম্বী হবার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। মোট ৬১ রকমের ট্রেনিং এখানে করানো হয়। গত জুলাই মাসে গোটা ভারতবর্ষ জুড়ে মোট ৫৮৬টি সংস্থার গ্রেডিং এখানে করানো হয়। এর জন্য ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক প্রসেনজিৎ চক্রবর্তীকে ভারত সরকারের তরফে গ্রেডিং অফিসার হিসেবে নিযুক্তি দেওয়া হয়।
মূলত উত্তর পূর্ব ভারতের ৬টি রাজ্যের রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউটগুলির গ্রেডিং করানোর জন্যই শ্রী চক্রবর্তীকে মনোনীত করা হয় এবং সাফল্যের সাথেও তিনি এই কাজ সম্পন্ন করেন বলে জানা যায়।এর জন্য এডিএম উদয়ন সিনহার উপস্থিতিতে শ্রী চক্রবর্তীকে প্রশিক্ষণার্থীরা সংবর্ধনা জ্ঞাপন করে। উল্লেখ্য যে এই প্রথম ত্রিপুরা রাজ্য থেকে কোন অফিসার এই ধরণের দায়িত্ব পেয়েছেন। প্রসঙ্গত, বিশ্রামগঞ্জের এই সংস্থাটি ২০১৩ সাল থেকে সাফল্যের সাথে কাজ করে আসছে। 

১৮ই অক্টোবর ২০১৯

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.