আবু আলী,ঢাকা ॥
প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশকে সর্বোচ্চ প্রাধান্য দেয় ভারত। বাংলাদেশ হচ্ছে ভারতের দীর্ঘদিনের অকৃত্রিম বন্ধু'- ১৭ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর নিটোর (জাতীয় অর্থপেডিক্স হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র) মিলনায়তনে পা হারানো ৭৫০ জনের মধ্যে কৃত্রিম পা হস্তান্তর অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাস এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। ভারতের জয়পুর ফুট ইন্ড্রাট্রিজের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে নিটোর ও বাংলাদেশ অর্থপেডিক্স সোসাইটি।
১৭ই অক্টোবর ২০১৯