বদলে গেছে কবিতার পথ............
চাঁদপুর, বাংলাদেশ
যুগ বদলের হাওয়ায় ইদানীং কবিতারা কেমন যেন রাক্ষুসে!
মালা গাঁথার মতো প্রতি ভাষনেই তাদের চাই রক্ত, লাশ-
মানবিকতাহীন একশ্রেণীর কোকিলের মতো আপন খেয়ালে
তাদের শরীর জুড়ে থাকা চাই একদলা ঘৃণা ভরা থুথু!
মালা গাঁথার মতো প্রতি ভাষনেই তাদের চাই রক্ত, লাশ-
মানবিকতাহীন একশ্রেণীর কোকিলের মতো আপন খেয়ালে
তাদের শরীর জুড়ে থাকা চাই একদলা ঘৃণা ভরা থুথু!
অথচ তারা জীবনানন্দের সেই "বনলতা" হতে পারতো
হৃদয় জুড়ে হতে পারতো সুকান্তের "সাবাস বাংলাদেশ"-
হতে পারতো মাদার তেরেসার মতো ভীষণ মমতাময়ী;
তবে হয়েছে রবি'দার হৈমন্তী কিংবা বিলাষীর মতো দুঃখময়ী!
হৃদয় জুড়ে হতে পারতো সুকান্তের "সাবাস বাংলাদেশ"-
হতে পারতো মাদার তেরেসার মতো ভীষণ মমতাময়ী;
তবে হয়েছে রবি'দার হৈমন্তী কিংবা বিলাষীর মতো দুঃখময়ী!
কবিতারা এখন চোখে কাজল আঁকেনা, ভুলে প্রেমেও পড়েনা
গৌধূলীতে প্রেয়সীর নীলাচলে খুঁজে বেড়ায়না শান্তির পরশ-
ঝিঁঝি ডাকা সন্ধ্যা রাত, রূপোলী জোৎস্নায় স্লান করা পূর্ণিমা
এখন সুদূর অতীতের রূপকথার মতো হারিয়ে যাচ্ছে কোথায়?
গৌধূলীতে প্রেয়সীর নীলাচলে খুঁজে বেড়ায়না শান্তির পরশ-
ঝিঁঝি ডাকা সন্ধ্যা রাত, রূপোলী জোৎস্নায় স্লান করা পূর্ণিমা
এখন সুদূর অতীতের রূপকথার মতো হারিয়ে যাচ্ছে কোথায়?
কবিতারা এখন বড্ড নির্মম, নেশায় আসক্ত স্বদেশের বুক
ক্ষত-বিক্ষত জরায়ু, ক্যানসারে আক্রান্ত ধূমপায়ীর ফুসফুস;
কচি কচি বনফুলের নিঃশেষ হয়ে যাওয়া স্বপ্নের দীর্ঘশ্বাস-
এখন কবিতার চলার পথ ঠিক করে দেয় হরহামেশাই!
ক্ষত-বিক্ষত জরায়ু, ক্যানসারে আক্রান্ত ধূমপায়ীর ফুসফুস;
কচি কচি বনফুলের নিঃশেষ হয়ে যাওয়া স্বপ্নের দীর্ঘশ্বাস-
এখন কবিতার চলার পথ ঠিক করে দেয় হরহামেশাই!
কবিতারা পাল্টে গেছে সমস্ত ভালোবাসাকে সমাধি করে
কাব্যগাঁথায় তৈরি তাই অচল পয়সার নিশ্চিহ্ন বুকপকেট;
আমার মানচিত্র স্বৈরশাসনে বাকরুদ্ধ, লাঞ্ছিত, বঞ্চিত-
আজ কবিতারা প্রসব করে যন্ত্রণায় দগ্ধ দ্বিখণ্ডিত সময়কে!
কাব্যগাঁথায় তৈরি তাই অচল পয়সার নিশ্চিহ্ন বুকপকেট;
আমার মানচিত্র স্বৈরশাসনে বাকরুদ্ধ, লাঞ্ছিত, বঞ্চিত-
আজ কবিতারা প্রসব করে যন্ত্রণায় দগ্ধ দ্বিখণ্ডিত সময়কে!
-- ফাতেমা আক্তার শিল্পী
লেখক ও সাহিত্য কর্মীচাঁদপুর, বাংলাদেশ