Type Here to Get Search Results !

বদলে গেছে কবিতার পথ.....চাঁদপুর থেকে ফাতেমা আক্তার শিল্পী এর কবিতা

বদলে গেছে কবিতার পথ............

যুগ বদলের হাওয়ায় ইদানীং কবিতারা কেমন যেন রাক্ষুসে!
মালা গাঁথার মতো প্রতি ভাষনেই তাদের চাই রক্ত, লাশ-
মানবিকতাহীন একশ্রেণীর কোকিলের মতো আপন খেয়ালে
তাদের শরীর জুড়ে থাকা চাই একদলা ঘৃণা ভরা থুথু!
অথচ তারা জীবনানন্দের সেই "বনলতা" হতে পারতো
হৃদয় জুড়ে হতে পারতো সুকান্তের "সাবাস বাংলাদেশ"-
হতে পারতো মাদার তেরেসার মতো ভীষণ মমতাময়ী;
তবে হয়েছে রবি'দার হৈমন্তী কিংবা বিলাষীর মতো দুঃখময়ী!
কবিতারা এখন চোখে কাজল আঁকেনা, ভুলে প্রেমেও পড়েনা
গৌধূলীতে প্রেয়সীর নীলাচলে খুঁজে বেড়ায়না শান্তির পরশ-
ঝিঁঝি ডাকা সন্ধ্যা রাত, রূপোলী জোৎস্নায় স্লান করা পূর্ণিমা
এখন সুদূর অতীতের রূপকথার মতো হারিয়ে যাচ্ছে কোথায়?
কবিতারা এখন বড্ড নির্মম, নেশায় আসক্ত স্বদেশের বুক
ক্ষত-বিক্ষত জরায়ু, ক্যানসারে আক্রান্ত ধূমপায়ীর ফুসফুস;
কচি কচি বনফুলের নিঃশেষ হয়ে যাওয়া স্বপ্নের দীর্ঘশ্বাস-
এখন কবিতার চলার পথ ঠিক করে দেয় হরহামেশাই!
কবিতারা পাল্টে গেছে সমস্ত ভালোবাসাকে সমাধি করে
কাব্যগাঁথায় তৈরি তাই অচল পয়সার নিশ্চিহ্ন বুকপকেট;
আমার মানচিত্র স্বৈরশাসনে বাকরুদ্ধ, লাঞ্ছিত, বঞ্চিত-
আজ কবিতারা প্রসব করে যন্ত্রণায় দগ্ধ দ্বিখণ্ডিত সময়কে!

-- ফাতেমা আক্তার শিল্পী
লেখক ও সাহিত্য কর্মী
চাঁদপুর, বাংলাদেশ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.