আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ক্রোধ নয়, ভালবাসা চাই..... বাংলাদেশ থেকে ডা. সুলতানা পারভীন রুমা এর কবিতা

    আরশি কথা
    ক্রোধ নয়, ভালবাসা চাই.....

    মুখ থাকলে বলা যায়, সুযোগ থাকলে পুরো পৃথিবীর নামে আগুন জ্বালা যায়, কেউ যদি তার তীরের মুখে করে তোমায় ঘায়েল, ঠাণ্ডা মাথায় মেপে করো পরিস্থিতি হায়েল। মুখ ফস্কে যা বেরিয়ে পড়ে তাকি ফেরত যায়? তাকে ঘিরে কেন? গরম করো পরিস্থিতির দায়? তোমার দায়ে সবাই দোষী মানব দেয়াল যায় যে খসি তা কি তুমি ভাবো? পরিস্থিতি ঘোলা হলে কে কি মোরা পাবো? যে দিয়েছে জীবন মোদের, সে তো চুপি রয়, উপর থেকে ধৈর্য ধরে, দেখে মানব ক্ষয়, কেন গরম হওরে মানব? কেন বাজাও বিণ? জীবন প্রদীপ নিভবে সবার আসবে একই দিন, কেউ বা আগে কেউ বা পরে যাবো পারাপার ভালবাসা যাও বিলিয়ে, খোল রুদ্ধদ্বার আমি ভালোবাসি তোমায়, ভালোবাসা নাও, আমার ভালোবাসা নিয়ে, ভালোবাসা দাও।

    --ডা. সুলতানা পারভীন রুমা
    বাংলাদেশ

    ২৭শে অক্টোবর ২০১৯


    3/related/default