আগরতলা ডেস্কঃ
বিশ্রামগঞ্জে অবস্থিত টিজিবিআরসেটি সংস্থার মুকুটে এবছর আরও একটি পালক যুক্ত হলো। গোটা দেশেই এই ধরণের সংস্থাগুলির বাৎসরিক গ্রেডিং এর জন্য পরীক্ষার বন্দোবস্ত করা হয়। মোট ২০০ নম্বরের এই পরীক্ষায় গুণমান বজায় রাখার জন্য বিশেষ পরীক্ষক নিযুক্ত করা হয়।সম্পূর্ণ নিরপেক্ষ ও গণতান্ত্রিক পদ্ধতিতে এই পরীক্ষা হয়। গত ১০ আগস্ট বিশ্রামগঞ্জে এই পরিক্ষা নেওয়া হয়।প্রসঙ্গত, পরীক্ষার নানাদিক খতিয়ে দেখে পরীক্ষকরা সন্তুষ্ট হলেই এতে যোগ্যতা অনুযায়ী নাম্বার দেন তারা।সেই মোতাবেক রাজ্যের একমাত্র আরসেটি হিসেবে বিশ্রামগঞ্জে অবস্থিত টিজিবিআরসেটি "এএ" গ্রেড পায়।এখানে উল্লেখ্য যে পরীক্ষকের দেওয়া ফলাফলকে পুনরায় বিচার করার জন্য সংস্থার মূল কার্যালয় ব্যাঙ্গালুরুতে পাঠানো হয় এবং তারপর তা ভারত সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের কাছে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে চূড়ান্ত অনুমোদনের পরই নির্বাচিত ফলাফল মন্ত্রকের ওয়েবসাইটে নথিভুক্ত করা হয়। আরও উল্লেখ্য যে গ্রেডিং এর দিন বিশ্রামগঞ্জে অবস্থিত আরসেটি'র শংসাপত্রটি সংস্থার পরিচালক প্রসেনজিৎ চক্রবর্তী এর হাতে তুলে দেন গ্রেডিং অফিসার শরৎ কলিতা এবং সংস্থার নোডাল অফিসার।
৩রা নভেম্বর ২০১৯
বিশ্রামগঞ্জে অবস্থিত টিজিবিআরসেটি সংস্থার মুকুটে এবছর আরও একটি পালক যুক্ত হলো। গোটা দেশেই এই ধরণের সংস্থাগুলির বাৎসরিক গ্রেডিং এর জন্য পরীক্ষার বন্দোবস্ত করা হয়। মোট ২০০ নম্বরের এই পরীক্ষায় গুণমান বজায় রাখার জন্য বিশেষ পরীক্ষক নিযুক্ত করা হয়।সম্পূর্ণ নিরপেক্ষ ও গণতান্ত্রিক পদ্ধতিতে এই পরীক্ষা হয়। গত ১০ আগস্ট বিশ্রামগঞ্জে এই পরিক্ষা নেওয়া হয়।প্রসঙ্গত, পরীক্ষার নানাদিক খতিয়ে দেখে পরীক্ষকরা সন্তুষ্ট হলেই এতে যোগ্যতা অনুযায়ী নাম্বার দেন তারা।সেই মোতাবেক রাজ্যের একমাত্র আরসেটি হিসেবে বিশ্রামগঞ্জে অবস্থিত টিজিবিআরসেটি "এএ" গ্রেড পায়।এখানে উল্লেখ্য যে পরীক্ষকের দেওয়া ফলাফলকে পুনরায় বিচার করার জন্য সংস্থার মূল কার্যালয় ব্যাঙ্গালুরুতে পাঠানো হয় এবং তারপর তা ভারত সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের কাছে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে চূড়ান্ত অনুমোদনের পরই নির্বাচিত ফলাফল মন্ত্রকের ওয়েবসাইটে নথিভুক্ত করা হয়। আরও উল্লেখ্য যে গ্রেডিং এর দিন বিশ্রামগঞ্জে অবস্থিত আরসেটি'র শংসাপত্রটি সংস্থার পরিচালক প্রসেনজিৎ চক্রবর্তী এর হাতে তুলে দেন গ্রেডিং অফিসার শরৎ কলিতা এবং সংস্থার নোডাল অফিসার।
৩রা নভেম্বর ২০১৯