বিসর্জন......
নিশিপদ্ম জলে ডোবা মাতাল শরীর,খসে পড়া আচঁল- উন্মুক্ত মাদকতায় বেসামাল লজ্জাহীন; চাঁদের কলঙ্কে গ্রহন লাগেনি প্লাবিত জ্যোৎস্নায় সৌরভিত ফুলের পাপড়িতে লেপ্টে থাকা কালো ভ্রমর। মনের নিষিদ্ধ গলিতে রং লেগেছে তার আজ- মানে না জাত মান কূল, কামনার আগুনে পুড়ে ছাই! কিবা নারী,কিবা পুরুষ,কোথায় ঘরবাড়ি? মরীচিকার পেছন ছুটে চলা পথ ভুল দিশেহারা- নাই তার তবুও ক্লান্তি,সমাজ বিবর্জনের নেই ভয়; দুচোখে রঙিন নেশার ঘোর কেড়ে নেয় মানুষ! এখানে পতিতাও নির্বাক নিস্তব্ধ যে চিরকাল স্বপ্নহীন অন্দরমহলে তার মুঠো মুঠো সুখ তবুও সে অসুখী নিষ্পাপ শিশু অবাক দৃষ্টি তার নিথর দেহে- সময় বড় বেসামাল, নির্বাক পৃথিবী লজ্জাহীন দ্বিধাহীন! কি নির্মম অসুন্দর সত্য সে অনুশোচনা হীন পথহারা দিকহারা যে,বাসনার চরে- উন্মুক্ত মাদকতায় সে দিয়েছে বিসর্জন নিজেকেই!
-- ফাতেমা আক্তার শিল্পী , বাংলাদেশ
৫ই নভেম্বর ২০১৯
নিশিপদ্ম জলে ডোবা মাতাল শরীর,খসে পড়া আচঁল- উন্মুক্ত মাদকতায় বেসামাল লজ্জাহীন; চাঁদের কলঙ্কে গ্রহন লাগেনি প্লাবিত জ্যোৎস্নায় সৌরভিত ফুলের পাপড়িতে লেপ্টে থাকা কালো ভ্রমর। মনের নিষিদ্ধ গলিতে রং লেগেছে তার আজ- মানে না জাত মান কূল, কামনার আগুনে পুড়ে ছাই! কিবা নারী,কিবা পুরুষ,কোথায় ঘরবাড়ি? মরীচিকার পেছন ছুটে চলা পথ ভুল দিশেহারা- নাই তার তবুও ক্লান্তি,সমাজ বিবর্জনের নেই ভয়; দুচোখে রঙিন নেশার ঘোর কেড়ে নেয় মানুষ! এখানে পতিতাও নির্বাক নিস্তব্ধ যে চিরকাল স্বপ্নহীন অন্দরমহলে তার মুঠো মুঠো সুখ তবুও সে অসুখী নিষ্পাপ শিশু অবাক দৃষ্টি তার নিথর দেহে- সময় বড় বেসামাল, নির্বাক পৃথিবী লজ্জাহীন দ্বিধাহীন! কি নির্মম অসুন্দর সত্য সে অনুশোচনা হীন পথহারা দিকহারা যে,বাসনার চরে- উন্মুক্ত মাদকতায় সে দিয়েছে বিসর্জন নিজেকেই!
-- ফাতেমা আক্তার শিল্পী , বাংলাদেশ
৫ই নভেম্বর ২০১৯