Type Here to Get Search Results !

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে নিমন্ত্রণ পেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী


প্রভাষ চৌধুরী, ঢাকা ব্যুরো এডিটর: বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে নিমন্ত্রণপত্র পৌঁছে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্সে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে বিপ্লব দেবের হাতে নিমন্ত্রণপত্র তুলে দেয়া হয়।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে অনুষ্ঠানের এ নিমন্ত্রণপত্র তুলে দেন আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব মো. আসাদুজ্জামান। ২০২০ সালের ১৭ মার্চ বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে একাধিক বিশ্বনেতা উপস্থিত থাকবেন। ২০২০ সালের ১০ জানুয়ারি থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণ গণনা শুরু হবে। ওই অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন গুণীজন, রাজনৈতিক ব্যক্তিত্বসহ খ্যাতনামাদের আমন্ত্রণ জানানো হয়েছে। কিরীটি চাকমা আরশি কথাকে বলেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে নিমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছি। তিনি নিমন্ত্রণপত্রটি সাদরে গ্রহণ করেছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন বলে আশা করি। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তার আগমন একান্তভাবে কামনা করছি। এতে উভয় দেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক আরো দৃঢ় হবে।

২৯শে নভেম্বর ২০১৯

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.