প্রশ্ন..........
কিছু কথা নাই বা বলি থাক না তা মনের ভেতর। অমন কথা বলতে গেলেই বিরোধ লাগে তোমার ভেতর। কিছু হাসি, থাক চাপা থাক, নাইবা হাসি যথাতথা, অমন হাসি দেখলে তুমি হিংসুটে হও, কেমন কথা? কিছু কান্না থাক চাপা থাক, নাইবা কাঁদি তোমার সনে, অমন কান্না দেখেও তুমি, মুছাও না জল তোমার পানে। কিছু আঁধার থাক জমে থাক, মুছবো না আর আলো দিয়ে, অমন আঁধার কে' বা পারে মনের কোণে জায়গা দিতে? কিছু রাগের বিলাপ না হয়, একাই করি আপন মনে, আমার রাগের অবুঝ কথা, বুঝবে তুমি কেমন করে? আমার অবুঝ অভিমানে, একটু তুমি ভাঙাও না মান, আমার অভিমানের ভাষা আমিই বুঝি, তুমি তো নও। কি করে হয় ভালোবাসা, নাইবা তুমি বুঝলে আমায়, তার চেয়ে ভালো একা থাকা আমার সবটা, আমার সহায়। আমার শত অনুভবে তুমি আছো তুমিই রবে। তোমার শত অবহেলায় আমায় তুমি সঙ্গে নিলে। ছিন্ন খাতা, ছিন্ন পাতায় আমি রবো তোমার কাছে। একটা প্রশ্ন তোমায় করি - আদৌ কি ভালোবেসেছিলে?
-- রীতা আক্তার, বাংলাদেশ
৫ই নভেম্বর ২০১৯
কিছু কথা নাই বা বলি থাক না তা মনের ভেতর। অমন কথা বলতে গেলেই বিরোধ লাগে তোমার ভেতর। কিছু হাসি, থাক চাপা থাক, নাইবা হাসি যথাতথা, অমন হাসি দেখলে তুমি হিংসুটে হও, কেমন কথা? কিছু কান্না থাক চাপা থাক, নাইবা কাঁদি তোমার সনে, অমন কান্না দেখেও তুমি, মুছাও না জল তোমার পানে। কিছু আঁধার থাক জমে থাক, মুছবো না আর আলো দিয়ে, অমন আঁধার কে' বা পারে মনের কোণে জায়গা দিতে? কিছু রাগের বিলাপ না হয়, একাই করি আপন মনে, আমার রাগের অবুঝ কথা, বুঝবে তুমি কেমন করে? আমার অবুঝ অভিমানে, একটু তুমি ভাঙাও না মান, আমার অভিমানের ভাষা আমিই বুঝি, তুমি তো নও। কি করে হয় ভালোবাসা, নাইবা তুমি বুঝলে আমায়, তার চেয়ে ভালো একা থাকা আমার সবটা, আমার সহায়। আমার শত অনুভবে তুমি আছো তুমিই রবে। তোমার শত অবহেলায় আমায় তুমি সঙ্গে নিলে। ছিন্ন খাতা, ছিন্ন পাতায় আমি রবো তোমার কাছে। একটা প্রশ্ন তোমায় করি - আদৌ কি ভালোবেসেছিলে?
-- রীতা আক্তার, বাংলাদেশ
৫ই নভেম্বর ২০১৯