তবু সময় বয়ে চলে....বাংলাদেশ থেকে সন্ধ্যা তারা এর কবিতা

আরশি কথা
তবু সময় বয়ে চলে....

কিছু গান শুধু অশ্রুতে সিক্ত থাকে, কিছু প্রাণ শুধু অনুভবে ভরে থাকে, কিছু কিছু কথা বুকের ভেতর মূর্ছা যায় তবু তারা ভাষা পায় না! কিছু আলো অন্ধকারকে আঁকড়ে ধরে বেঁচে থাকে। কিছু মানুষ সারাটা জীবন জুড়ে শুধু বোঝা বয়ে বেড়ায়... অন্যরা ভালো থাকবে বলে... তবু সময় চলে, বয়ে চলে তার আপন মহিমায়!

-- সন্ধ্যা তারা, বাংলাদেশ

৫ই নভেম্বর ২০১৯
3/related/default