আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    একজন যৌনকর্মী ও দাম্ভিক পুরুষ ..... সৌদি আরব থেকে এস এইচ রুবেল এর কবিতা

    আরশি কথা
    একজন যৌনকর্মী ও দাম্ভিক পুরুষ .....

    সারারাত লৌহ দণ্ডের ন্যায় বস্তু দিয়ে দুমরে মুচরে খাওয়া নারীর শরীর হিংস্র বাঘের মতো ঝাপিয়ে পড়ে বুকের ওপর! রক্ত পিপাসু পুরুষটি সারারাত ক্ষত বিক্ষত করে সকাল হতে না হতেই ভোরের সূর্যের আলোয় অকপটে বলে উঠে তুই মাগী তুই বেশ্যা! আমি পুরুষ দূরে যা সরে যা চাই না আলিঙ্গন, এতক্ষণে তার পৌরষত্ব জেগেছে ভরে গেছে মন। রাতের আঁধারে খোলস বদলানো যে মানুষটি যৌনতায় মেতে ওঠে দিনের আলোয় বেশ্যা বলে তিরষ্কার করে ঠোঁটে! ভদ্র সেজে এই সমাজে চলে যায় দাপটে। নিষিদ্ধ সমাজ নিষিদ্ধ পল্লী রাতের আঁধারে অসহায় নারী কত পুরুষ বলে ভালোবাসি, প্রয়োজন ফুরালে নিমেষেই আবার হয়ে যায় সর্বনাশী। যে নারী হয়ে যায় পুরুষের প্রয়োজনে ভোগের পণ্য অসহায় নারী কখনো লাঞ্ছিত হয় সে পুরুষের জন্য বেশ্যা মাগী বলে তুচ্ছজ্ঞান করে দেখায় পৌরষত্ব এভাবেই কত যৌনকর্মী অসহায় হয়ে করছে দাসত্ব।

    -- এস এইচ রুবেল, সৌদি আরব

    ৫ই নভেম্বর ২০১৯


    3/related/default