Type Here to Get Search Results !

শারদীয়া স্বর্ণসম্ভার এবং চমক ভরা ধনতেরাসের বিজয়ীদের স্কুটি উপহার শ্যাম সুন্দরের


নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
প্রতিবারের মতো এবারও শারদীয়া স্বর্ণসম্ভার এবং চমক ভরা ধনতেরাসের আয়োজন করেছিলো রাজ্যের অন্যতম স্বর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। শনিবার (২৩ নভেম্বর) এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ী ও বিজয়িনীদের হাতে স্কুটির চাবি তুলে দেন সংস্থার কর্ণধার রূপক সাহা।
ভাগ্যবান ৫জন বিজয়ী হলেন ওএনজিসি'র পাপিয়া সরকার, বিশালগড়ের কল্যাণী সিনহা, জোলাইবাড়ির কাকলি সিনহা বসু, উদয়পুরের সুস্মিতা দেব ও পশ্চিমবঙ্গের নিউ আলিপুর এর সৌরভ মিত্র। স্কুটির চাবি হাতে পেয়ে উচ্ছ্বসিত বিজয়ীরা। প্রশংসা করেন শ্যাম সুন্দরের।

২৩শে নভেম্বর ২০১৯    

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.