প্রভাষ চৌধুরী, ঢাকা ব্যুরো এডিটর:
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করেছে ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশন। এবারই প্রথম ত্রিপুরা সরকারের সাথে বাংলাদেশের পক্ষ থেকে শহীদ ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানিয়েছে সহকারী হাইকমিশনের কর্মকর্তারা।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকায় অবস্থিত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মৃতিতে নির্মিত শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল রমেশ বৈশ্য ও ত্রিপুরা রাজ্যের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা।
ভারতীয় সেনা বাহিনীর শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানোর পর কুঞ্জবনে বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিস প্রাঙ্গণে শুরু হয় বিজয় দিবসের প্রথম পর্বের অনুষ্ঠান। প্রথমে সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর বাংলাদেশের রাষ্ট্রপতির দেওয়া বাণী পাঠ করেন সহকারী হাই কমিশনার কিরীটি চাকমা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব মো. জাকির হোসেন ভূঁইয়া, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দ্বিতীয় সচিব মো. এসএম আসাদুজ্জামান। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনার মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শেষে হয়। অনুষ্ঠানে মিশনের অন্যান্য কর্মীরাও উপস্থিত ছিলেন।
দ্বিতীয় পর্বে বিকেলে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মনোজ্ঞ এ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ত্রিপুরার শিল্পীরা।
১৬ই ডিসেম্বর ২০১৯
১৬ই ডিসেম্বর ২০১৯