আবু আলী,আরশিকথাঃ
দুই বাংলার কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে দীঘা জাহাজ বাড়ীতে বসেছিল মিলন মেলা। মেলায় উভয় বাংলার ৩০০ শতাধিক কবি সাহিত্যিক, শিক্ষক, প্রবন্ধিক, সাংবাদিকসহ গুণীজনেরা উপস্থিত ছিলেন । ২৯ ডিসেম্বর চলে এ মিলন-মেলা। মিলন-মেলায় কবি সুকেশ মন্ডল, কবি সুব্রত ভট্টাচার্য, কনিস্ক শাসমল, ড. জ্যোতির্ময় রায় চৌধুরী, ড. চিত্তরঞ্জন মাইতি, অংশুমান ফাদিকার, সুজিত ভৌমিক, সাংবাদিক হারুন অর রসিদ সাগর,
অনুষ্ঠানে নৃত্যশিল্পী স্নেহা ভট্টাচার্য নৃত্য পরিবেশন করেন।
৩১শে ডিসেম্বর ২০১৯