ঢাকা ব্যুরো এডিটর:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের নিরাপত্তা গেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লির ৭ লোককল্যাণ মার্গের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সন্ধ্যা ৭.২৫ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সেখানে কাজ করছে।
ঘটনার পর নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সেটি খুব ক্ষুদ্র আকারে। মোদির নিরাপত্তায় থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) এর রিপিশন গেটে এ ঘটনা ঘটেছে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটেছে বলে টুইটে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি।
৩০শে ডিসেম্বর ২০১৯
৩০শে ডিসেম্বর ২০১৯