নিজস্ব......
নিজের স্বকীয় ছায়া ভেঙে আজ মূর্তি এলে
নিজের স্বকীয় ছায়া ভেঙে আজ মূর্তি এলে
দ্বিধান্বিত ভরসায় দুইপক্ষ আঁকি ।
একপ্রদীপের আলো হেসে জবাব এনেছে মেরুউল্লাসের বার্তা বড়দিন এসে গেছে এই শিশু যদি যিশু সে আমার বৎসরের উৎসব ঘোর ।আমাদের জন্মজন্মান্তরে পাখি ও পাখনার মেলা রং ইতিহাস জন্ম হয় নিজেদের মানে গুণে ।একেক রকম ছবি অন্যের উৎস কথা একেকরকম রং উৎসবের শীতে মরশুমি ফুল একেকরকম ঋতু এই বাংলাদেশের আমি হয়ে যাই নিজস্ব মানুষ সেই বাংলার ।
নিজস্ব যা কিছু ভালো হবে নিজের ঋজুতা এই কাঙ্খিত ভরসা দেবে সেই নিজস্বতা যা আমার এক ও একান্ত হয়ে সামগ্রিক ছবি ।
-- মোনালিসা চট্টোপাধ্যায়
বারাকপুর, কলকাতা
২৮শে ডিসেম্বর ২০১৯