Type Here to Get Search Results !

আরতি পুরুষ... বাংলাদেশ থেকে আজম পাটোয়ারী এর কবিতা

আরতি পুরুষ...

তুমি ডেকেছ প্রিয়া
কি করে ফিরে যাই আমি
তোমার থেকে দূরে মহাশূন্যের নীলে।
আমি আসব বারে বার তোমার স্বপ্নের তলে
মায়া কামনার সাজে।
তুমি ডেকেছ প্রিয়া
কি করে ছেড়ে যাই আমি
একাকী মধু বিলাসনে
ভাঙ্গা গাঙ্গের অকূল ঢেউয়ের স্রোতে তোমারে।
তুমি ডেকেছ প্রিয়া
কি করে হারাই মন আনমনে,
আমার আমিতে ভিন্ন ধারা খুজে।
নিশাচর রাতের আপন সুখে
রঙ্গ রঙ্গা জাদু বাতি ঘরে।
তুমি ডেকেছ প্রিয়া
আমি দাড়িয়ে আছি তোমার পথের পাড়ে
শতবর্ষী বৃক্ষ হয়ে ছায়া দিতে তোমারে।
এমন করে থাকব অসতর্কীত সময় কাটা ছুয়ে, তোমার আরতি পুরুষ হয়ে।


-- আজম পাটোয়ারী, বাংলাদেশ

২৯শে ডিসেম্বর ২০১৯

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.