Type Here to Get Search Results !

বিশ্বাস আর সৎকর্মেই মুক্তি" ......বাংলাদেশ থেকে উম্মে কুলসুম মুন্নি এর অনুভব

জীবনের আরেক নাম স্বপ্ন,  কখনো সে দেয় সুখানুভূতি কখনো বা ভাসায় দুঃখের সাগরে। প্রতি টা মানুষই কোন না কোন সময় সুখস্বপ্ন বা দুঃস্বপ্নের আস্বাদন পায়।
সুখ সে তো এক অচিন পাখি,কার ও জীবনে না চাইতে ই আসে,কারো জন্য রয়ে যায় অধরা।
কিন্তু জীবন কেন এত স্বপ্নপিয়াসী ?
কখনো অনন্ত সুখ পেয়ে ও আকাঙ্খা থেকে যায়
আবার কখনো না পাওয়ার বেদনা বয়ে বেড়ায় । 
স্বপ্ন ছোঁয়ার বাসনায় মানুষের নিরন্তর চলা,
যেমন পাহাড়ের চুড়ায় উঠে আকাশ ছুঁতে মন চায়
তেমনি জীবনে অনেক পেয়ে ও অতৃপ্তি থেকে যায় ।
তবে সবার জীবনের সাধ তো পূরন হবার নয়।
এটা তো নিয়তিরই খেলা ।
সুখ তো দুরের কথা সামান্য চাওয়া ও  কার ও জন্য মরীচিকা র মত। যতই কাছে যাওয়ার চেষ্টা ততটাই সে দুরে সরে যায় । কখনো বা সুখের পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে ফিরে যেতে হয়, তবু সে রয়ে যায় ধরা ছোঁয়ার বাইরে ।
তবে কি সুখ শুধু আপেক্ষিক ব্যাপার। মনে করলে সুখী, না করলে  নয়।
সবার জন্য কি একথা সত্যি ?
যে মেয়েটি তার প্রিয়জনকে বিশ্বাস করে, ভালোবাসে,অন্য দিকে সেই প্রিয় মানুষ টা তাকে ধোকা দিয়ে অন্য কোথাও অন্য কাউকে নিয়ে মগ্ন থাকে, তার দু'চোখের স্বপ্ন গুড়িয়ে দিয়ে মিথ্যা সুখের পাহাড় বানায় তখনও কি মেয়েটি ভাবতে পারে সে সুখী  ?
অনেক আদর আর মমতায় লালিত সন্তান যখন উচ্ছন্নে যায় তখন ও কি তার অসহায় বাবা-মা নিজেদের সুখী ভাবে  ?
এ কেমন প্রতারণা নিজের সাথে। মিথ্যা সান্ত্বনায় নিজেকে ভুলিয়ে রাখা, সত্যি কি শুধু মনে করাতেই
কেউ সুখী হতে পারে নাকি এটা অভিনয়, শুধু ভুলে থাকার অভিনয় ।
পৃথিবীটা আসলে রঙ্গমঞ্চ,যেখানে সবাই শুধু অভিনয় করে যাই,কখনো অন্যকে বোকা বানাতে আবার কখনো বা নিজেকেই ।
একদিন সব ছেড়ে যেতে হবে জেনে ও কত না আশা,
আকাশ ছোঁয়ার ইচ্ছা নিয়ে এক সীমাহীন বিলাসিতায় গা ভাসানো । কখনো বা সব ছেড়ে স্বপ্নের পিছনে ছুটা । কিন্তু অর্থ আর ক্ষমতার অহংকারে নির্বোধ মানুষ ভুলে যায়, কিছুই হবে না যদি ভাগ্য বিধাতা না চায়। বিশ্বাস আর আস্হা এই তো পরম ধর্ম। মিলবে মুক্তি, পাবে শান্তি যদি হয় সৎকর্ম ।
তবু্ও এই রঙিন দুনিয়া তে আমরা সবাই স্বপ্নচারী,নতুন ভাবনায় বার বার এগিয়ে যেতে চাই, অতীতের ভুল গুলো কে ভুলে সামনে পা বাড়াই,আর এটাই  জীবন ।


উম্মে কুলসুম মুন্নি
আইনজীবী
ঢাকা,বাংলাদেশ।


২৯শে ডিসেম্বর ২০১৯

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.