পথ চেয়ে যার থাকি......
উঠানের কোণে শিউলি শাখায় আচমকা এক পাখি, শিস দিয়ে ডেকে শুধায় আমারে দেখতো চিনেছ নাকি? আমিও সহসা খিড়কি পেরিয়ে অবাক নয়নে দেখি, এ যে সেই চোখ সেই হাসি মুখ পথ চেয়ে যার থাকি! হঠাৎ কি ভেবে এই অবেলায় শান্ত কুঞ্জ বনে! এলে কি জাগাতে ঘুমিয়ে যে সাধ বনহরিণীর মনে?
-- পূরবী গোলদার, বাংলাদেশ
৮ই ডিসেম্বর ২০১৯
উঠানের কোণে শিউলি শাখায় আচমকা এক পাখি, শিস দিয়ে ডেকে শুধায় আমারে দেখতো চিনেছ নাকি? আমিও সহসা খিড়কি পেরিয়ে অবাক নয়নে দেখি, এ যে সেই চোখ সেই হাসি মুখ পথ চেয়ে যার থাকি! হঠাৎ কি ভেবে এই অবেলায় শান্ত কুঞ্জ বনে! এলে কি জাগাতে ঘুমিয়ে যে সাধ বনহরিণীর মনে?
-- পূরবী গোলদার, বাংলাদেশ
৮ই ডিসেম্বর ২০১৯