Type Here to Get Search Results !

পথ চেয়ে যার থাকি"...... বাংলাদেশ থেকে পূরবী গোলদার এর কবিতা

পথ চেয়ে যার থাকি......

উঠানের কোণে শিউলি শাখায় আচমকা এক পাখি, শিস দিয়ে ডেকে শুধায় আমারে দেখতো চিনেছ নাকি? আমিও সহসা খিড়কি পেরিয়ে অবাক নয়নে দেখি, এ যে সেই চোখ সেই হাসি মুখ পথ চেয়ে যার থাকি! হঠাৎ কি ভেবে এই অবেলায় শান্ত কুঞ্জ বনে! এলে কি জাগাতে ঘুমিয়ে যে সাধ বনহরিণীর মনে?

-- পূরবী গোলদার, বাংলাদেশ

৮ই ডিসেম্বর ২০১৯