আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ★কবরের দিকে★ ...... ত্রিপুরা থেকে সুদীপ্তা দেবনাথ এর অনুভব

    আরশি কথা
    ★কবরের দিকে★

    একটা লাশকে হেঁটে যেতে দেখেছি
    কাপড়-চোপড় বেশ পরিপাটি ছেলে না মেয়ে সেটা অস্ফুট পুরুষালি পরিধান-গড়নটা মেয়েলি। কাঁধে একটা ঝোলা ব্যাগ-সম্ভবত দরকারি কিছু একটা ডায়েরি, দুটো লাল কালির কলম একটা মাউথওরগ্যান, প্রথম গোলাপ!! জোর কদমে হাঁটছে আর হাঁটছে-হেঁটেই যাচ্ছে চোখ ছিলো তাঁর স্বপ্নময় জলছবি বরফের মতো বসে যাচ্ছিল পিতল রঙের মনি। লাশটা পরাজয় মানে না স্বতন্ত্রমেধায় নিমগ্নতায় হেঁটে চলে কবরের দিকে মাঝে মাঝে ফুঁকে নিচ্ছে বিড়ি সম্ভবত- আরো একটা কবিতার জন্ম দেয়া বাকী তারপর অনেকক্ষণ ঘুমোবে!!!

    -- সুদীপ্তা দেবনাথ
    ত্রিপুরা

    ছবিঃ ইন্টারনেটের সৌজন্যে

    ১লা ডিসেম্বর ২০১৯
    3/related/default