"গোধূলি বেলা"
কোন এক ভোরে দেখবো সূর্যোদয়, দেখবো সূর্যের রক্তিম আভায় উদ্ভাসিত আলো। কি করে রবি অগ্নিশিখায় ধরনী করে তেজদীপ্ত। সেই অগ্নিতে করবো অগ্নিস্নান । যত আছে অহমিকা যত অন্ধকার, অগ্নিতেজে ঝলসে দিয়ে রুদ্ধ করবো দ্বার। কোন এক বিকেলে দেখবো সূর্যাস্ত, দেখবো,কি করে দিবাকর অন্যের তরে আপনাকে বিলিয়ে, দিনান্তে একটু একটু করে হয় বিলীন। সেই পড়ন্ত তেজে হবো পরিশুদ্ধ। হিসেব কষবো না, দেয়া নেয়ার। তারই মতো নিজেকে বিলিয়ে দিয়ে হবো বিলীন, গোধূলি বেলায়।
--শিউলী মজুমদার, বাংলাদেশ
১৫ই ডিসেম্বর ২০১৯
কোন এক ভোরে দেখবো সূর্যোদয়, দেখবো সূর্যের রক্তিম আভায় উদ্ভাসিত আলো। কি করে রবি অগ্নিশিখায় ধরনী করে তেজদীপ্ত। সেই অগ্নিতে করবো অগ্নিস্নান । যত আছে অহমিকা যত অন্ধকার, অগ্নিতেজে ঝলসে দিয়ে রুদ্ধ করবো দ্বার। কোন এক বিকেলে দেখবো সূর্যাস্ত, দেখবো,কি করে দিবাকর অন্যের তরে আপনাকে বিলিয়ে, দিনান্তে একটু একটু করে হয় বিলীন। সেই পড়ন্ত তেজে হবো পরিশুদ্ধ। হিসেব কষবো না, দেয়া নেয়ার। তারই মতো নিজেকে বিলিয়ে দিয়ে হবো বিলীন, গোধূলি বেলায়।
--শিউলী মজুমদার, বাংলাদেশ
১৫ই ডিসেম্বর ২০১৯