আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বাক্সবন্দি .... আরশিকথায় প্রণব কুমার রায় এর অনুভব

    আরশি কথা
    বাক্সবন্দি ....

    ভালোবাসা; ভালো থেকো। তোমায় তোলা কাপড়ের মত আলমারিতে সাজিয়ে রেখেছি। সবসময় ভালোবাসতে নেই; সবসময় ভালোবাসা পেতেও নেই! ভালোবাসা হতে হয়; মধ্যবিত্ত পরিবারে অনেকদিন পর বিশেষ ভুরিভোজের মত। যার তৃপ্তির ঢেকুর নিয়ে কেটে যায় মাসের পর মাস। ভালোবাসা; ভালো থেকো। তোমায় প্রিয় বইয়ের ভাজে ফুলের পাপড়ির মত সাজিয়ে রেখেছি। সবসময় ভালোবাসতে নেই; সবসময় ভালোবাসা পেতেও নেই! ভালোবাসা হতে হত, প্রিয় কোন পঙক্তির মত। যার রেষ থেকে যায় হৃদয়ের চিলেকোঠায় আমৃত্যুকাল। ভালোবাসা; ভালো থেকো।

    -- প্রণব কুমার রায়,বাংলাদেশ

    ১৫ই ডিসেম্বর ২০১৯
    3/related/default