আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ধানমন্ডির ৩২ নম্বর দালানবাড়ি... ত্রিপুরা থেকে টিংকুরঞ্জন দাস এর অনুভব

    আরশি কথা
    ধানমন্ডির ৩২ নম্বর দালানবাড়ি...


    জানিনা, '৭৫ এ ১৫ আগষ্ট মেঘ জমেছে আকাশে কতটা
    জানিনা, সেই শিমূল পলাশ রণক্লান্ত পথ হেঁটেছে কতটা
    পদ্মা মেঘনা মধুমতি সেদিন ভোরে কতটা রুখে দাঁড়িয়েছিল
    স্বাধীনতা সেদিন তর্জনীর উপর কতটা উঁচু উঠতে পেরেছিল।

    শুধু জানি বিশ্বাসঘাতকের বুলেট যখন বিঁধেছিল তোমার বুকে
    সাড়ে সাত কোটি বাঙালীর স্বপ্ন ভেসেছিল সেই রক্তস্রোতে
    স্তব্ধ জনতার নীরব কান্না আর বুকভাঙ্গা আর্তনাদের সুরে
    প্রতিবাদের ভাষা সেদিনও শুনেছি গর্জে উঠেছিল লোকমুখে।

    জল্লাদের বেয়নেটে রক্তস্নাত ধানমন্ডির ৩২ নম্বর দালানবাড়ি
    চিরনিদ্রায় শায়িত আজন্ম মানবিক প্রসারিত বক্ষের অধিকারী
    মৃত্যু তাকে ছুঁতে পারেনি, দিয়েছিল স্বাধীন বাংলায় বীরের মান
    এই মহাবিশ্বের মানব ইতিহাসে অমর অক্ষয় এক জাতির উত্থান।

    বঙ্গবন্ধু তুমি জাতির পিতা, বাঙালী হৃদয়ের জাগ্রত অভিমান
    বাংলার সবুজে রক্তিম সূর্য, দোয়েল শ্যামা শালিকের কলতান
    তোমার বজ্রকঠিন কন্ঠ বাজে আজও শ্যামলী বাংলার প্রতি ঘরে ঘরে
    স্বাধীন বাংলার অপরূপ রূপ দেখেছি আমি তোমার স্বপ্নালোকে।

    তোমার প্রতিটি রক্তফোঁটায় অনমনীয় দৃঢ়তা ও বিদ্রোহর সংলাপ
    স্বাধীনতার নীলাকাশে উজ্জ্বল একটিই নাম- হে মুজিবুর রহমান।।

    --  টিংকুরঞ্জন দাস, ত্রিপুরা

    ২৯শে ডিসেম্বর ২০১৯ 
    3/related/default