তন্ময় বনিক,আগরতলাঃ
সারা দেশের সঙ্গে রাজ্যেও দু'দিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট শুরু হয়েছে। শুক্র ও শনিবার ধর্মঘটের পর রবিবার(২ ফেব্রুয়ারি) এমনিতেই বন্ধ। তাই ব্যাঙ্ক খুলছে আগামী সোমবার(৩ ফেব্রুয়ারি)। শুক্রবার সকালে এসবিআই এর মেলারমাঠ শাখার সামনে ব্যাঙ্ক কর্মচারী ও আধিকারিকদের বিক্ষোভ দেখাতে দেখা যায়। এছাড়া অন্যান্য ব্যাঙ্কগুলির বিভিন্ন শাখার সামনেও বিক্ষোভ দেখান ব্যাঙ্ক কর্মীরা। ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস এর ডাকে মোট ১১ দফা দাবিতে এই ধর্মঘট পালিত হচ্ছে।
তাদের উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে বেতন চুক্তি অনুযায়ী বর্ধিত বেতন ২০১৭ এর ১ নভেম্বর থেকে কার্যকর করা, পেনশন বৃদ্ধি করা, ব্যাঙ্কের আধিকারিকদের কাজের নির্দিষ্ট সময় নির্ধারণ করা, শূন্যপদে নিয়োগ, বেসরকারিকরণের সিদ্ধান্ত থেকে সরে আসা সহ আরও কিছু। ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস এর পক্ষ থেকে বলা হয় দাবি মানা না হলে মার্চের ১১,১২ ও ১৩ তারিখ টানা তিনদিন ধর্মঘট পালন করা হবে। তাতেও কাজ না হলে এপ্রিল মাস থেকে শুরু হবে টানা ব্যাঙ্ক ধর্মঘট। তখন অনলাইনে ব্যাঙ্কিং পরিষেবা নেওয়া ছাড়া কোনও উপায় থাকবে না। ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস এর অন্তর্গত সংগঠনগুলি হচ্ছে এআইবিইএ, এআইবিওসি, এনসিবিই, এআইবিওএ, বিইএফআই, আইএনবিইএফ, আইএনবিওসি, এওবিডব্লিও এবং এনওবিও। এখন দেখার ব্যাঙ্ক কর্মীদের দাবি আদায়ে কেন্দ্রীয় সরকার কতটা সাড়া দেয়।
ছবিঃ সুমিত কুমার সিংহ
৩১শে জানুয়ারি ২০২০