আমাদের নেতাজী" ...... ত্রিপুরা থেকে সুজিত ঘোষ এর শ্রদ্ধার্ঘ্য
আরশি কথাজানুয়ারী ২৩, ২০২০
0
আমাদের নেতাজী" আজও তুমি চির অম্লান উজ্জ্বল জ্যোতিষ্কের মতো। তোমারই দীপশিখায়, পথ চলেছি মোরা অবিরত। ফিরে এসো আবার এই দেশের কান্ডারী হয়ে, হে ভারতমাতার বীর সন্তান, ভুলিনি তোমার সব অমর অবদান।।