আমি এবং ঈশ্বর....
আমি খুজি ঈশ্বর, খুজি পৃথিবীর পথে,
ঐ ধর্মালয়ে খুজি আমি হন্যে হয়ে ঈশ্বর।
জলে জঙ্গলে পাতাল স্বর্গ ভূমে,
আমি খুজে ফিরি সেই ঈশ্বর!
কই কোন খানে পাই না তো খুজে তারে?
হাতরিয়ে বেড়াই ধরিত্রীর অলি-গলিতে।
ঐ ধর্মালয়ে খুজি আমি হন্যে হয়ে ঈশ্বর।
জলে জঙ্গলে পাতাল স্বর্গ ভূমে,
আমি খুজে ফিরি সেই ঈশ্বর!
কই কোন খানে পাই না তো খুজে তারে?
হাতরিয়ে বেড়াই ধরিত্রীর অলি-গলিতে।
মাতাল হই তার খোজে নিশিতে,
আমি পাই না তো ঈশ্বর!
আমার সাজানো চারধারে
লেভাস কিংবা আলখাল্লাদের ভিরে,
মন বলে আমায় আমি পাব না আজ তারে
খুজে এই সভ্য সমাজের অবয়ানে।
ক্লান্ত দেহ অবসন্ন চিন্তারা তবু খুজে যাই,
আমি মনের বাধা না মেনে।
আমি পাই না তো ঈশ্বর!
আমার সাজানো চারধারে
লেভাস কিংবা আলখাল্লাদের ভিরে,
মন বলে আমায় আমি পাব না আজ তারে
খুজে এই সভ্য সমাজের অবয়ানে।
ক্লান্ত দেহ অবসন্ন চিন্তারা তবু খুজে যাই,
আমি মনের বাধা না মেনে।
সেই খোজা রঙ্গ সঙ্গ ভুলে
সাজানো ধর্মালয়ের কপাট খুলে,
আমি পাই না ঈশ্বর!
আমি পাই ফিরে ফিরে আমার আত্নার গহিনে,
তার অনুভব কিঞ্চিৎ চিনচিনে!
এই তো আমার ঈশ্বর! যার খোজে আমি
পথে ধূলোর রাজ্যে অসর্তক বিচরন।
সাজানো ধর্মালয়ের কপাট খুলে,
আমি পাই না ঈশ্বর!
আমি পাই ফিরে ফিরে আমার আত্নার গহিনে,
তার অনুভব কিঞ্চিৎ চিনচিনে!
এই তো আমার ঈশ্বর! যার খোজে আমি
পথে ধূলোর রাজ্যে অসর্তক বিচরন।
আমি পেয়েছি ঈশ্বর! আমি পেয়েছি ঈশ্বর!
আমার আমি মাঝে, সব চক্ষু অন্তরালে,
আমি খুজি ঈশ্বর খুজি পৃথিবীর পথে।
আমি পেয়েছি আজ যারে
আমার সেই মহান ঈশ্বর।
ভালবাসার স্মরন তলে,
মনের গোপন কুঠরি ঘরে।
আমার আমি মাঝে, সব চক্ষু অন্তরালে,
আমি খুজি ঈশ্বর খুজি পৃথিবীর পথে।
আমি পেয়েছি আজ যারে
আমার সেই মহান ঈশ্বর।
ভালবাসার স্মরন তলে,
মনের গোপন কুঠরি ঘরে।
--আজম পাটোয়ারী, বাংলাদেশ
১৯শে জানুয়ারি ২০২০