স্মৃতির ক্যানভাস.....
ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ, লোকালয়,
আমার পৃথিবী ছেয়েছে নীল বেদনায় ।
তুমি কি জানো তোমার প্রতিক্ষায় থেকে থেকে
দুচোখের পাতায় অবহেলার কস্ট ভর করেছে --
একদিন সামান্য তিক্ততায় যার বুক ভাসতো
লোনাজলের বন্যায় আজ সেখানে তপ্ত মরুভূমি --
যার বিরামহীন কথার ফুলঝুড়িতে তুমি খেই হারিয়ে ফেলতে,
জানো ? আজ সে বাকরুদ্ধ,কারনে অকারনে কথা বলার ইচ্ছাটা যেন মরে গেছে ।
আমার পৃথিবী ছেয়েছে নীল বেদনায় ।
তুমি কি জানো তোমার প্রতিক্ষায় থেকে থেকে
দুচোখের পাতায় অবহেলার কস্ট ভর করেছে --
একদিন সামান্য তিক্ততায় যার বুক ভাসতো
লোনাজলের বন্যায় আজ সেখানে তপ্ত মরুভূমি --
যার বিরামহীন কথার ফুলঝুড়িতে তুমি খেই হারিয়ে ফেলতে,
জানো ? আজ সে বাকরুদ্ধ,কারনে অকারনে কথা বলার ইচ্ছাটা যেন মরে গেছে ।
একদিন যে ঝুল বারান্দায় দাঁড়িয়ে আকাশ পানে চেয়ে তোমায় নিয়ে মায়ার স্বপ্নজাল বুনেছিল,
আজ তার কাছে বারান্দাটাকে বড্ড অপাংক্তেয় মনে হয় ।
মনে আছে?
সেই প্রথম কথার দিন টা কে, সেদিন তুমি নিজের পরিচয় দিলে আমি তোমায় চিনতে পারিনি বলে আমায় ভর্ৎসনা করেছিলে,
কিন্তু দেখো এরপর আমি তোমায় চিনেছিলাম,সমস্ত হৃদয় উজাড় করে দিয়ে তোমায় চিনতে ও চেয়েছি,
তবে তুমি আমায় চিনতে পার নি,
হয়তো চিনতে চাও নি মায়ায় জড়াবে বলে
বরং আমাকে নিজের অনেক পুরনো আর অপ্রয়োজনীয় জিনিস গুলোর মতো মনের এককোণে
ফেলে দিলে ।
আজ তার কাছে বারান্দাটাকে বড্ড অপাংক্তেয় মনে হয় ।
মনে আছে?
সেই প্রথম কথার দিন টা কে, সেদিন তুমি নিজের পরিচয় দিলে আমি তোমায় চিনতে পারিনি বলে আমায় ভর্ৎসনা করেছিলে,
কিন্তু দেখো এরপর আমি তোমায় চিনেছিলাম,সমস্ত হৃদয় উজাড় করে দিয়ে তোমায় চিনতে ও চেয়েছি,
তবে তুমি আমায় চিনতে পার নি,
হয়তো চিনতে চাও নি মায়ায় জড়াবে বলে
বরং আমাকে নিজের অনেক পুরনো আর অপ্রয়োজনীয় জিনিস গুলোর মতো মনের এককোণে
ফেলে দিলে ।
বড্ড একাকী আমি, আনমনে স্মৃতি হাতড়ে ফিরি,
প্রথম তোমার কাছে ভালোবাসি শোনা,
তোমার হাতে হাত রাখা,
তোমার মুখে বার বার আমায় ছেড়ে যেওনা
কথা টা আজও কানে বাজে ।
কিন্তু কি অবাক ব্যাপার দেখো,
সেই তুমি আজ আমায় একটু ও মনে কর না,
সারাদিন কথা না হলে ও কিছু যায় আসে না আর কতদিন দেখা হয় না সে কথা তো ভুলেই গেছো ।
প্রথম তোমার কাছে ভালোবাসি শোনা,
তোমার হাতে হাত রাখা,
তোমার মুখে বার বার আমায় ছেড়ে যেওনা
কথা টা আজও কানে বাজে ।
কিন্তু কি অবাক ব্যাপার দেখো,
সেই তুমি আজ আমায় একটু ও মনে কর না,
সারাদিন কথা না হলে ও কিছু যায় আসে না আর কতদিন দেখা হয় না সে কথা তো ভুলেই গেছো ।
কতটা বদলে গেছ তুমি,
নিত্য নতুন আবেশে নিজেকে রাঙিয়ে
আজ আয়েশি জীবন কাটাচ্ছো ,
যার আড়ালে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমার খুশি গুলো আর আমি যাচ্ছি রয়ে
শুধু নির্বাক স্মৃতি র ক্যানভাস হয়ে ।
নিত্য নতুন আবেশে নিজেকে রাঙিয়ে
আজ আয়েশি জীবন কাটাচ্ছো ,
যার আড়ালে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমার খুশি গুলো আর আমি যাচ্ছি রয়ে
শুধু নির্বাক স্মৃতি র ক্যানভাস হয়ে ।
-- উম্মে কুলসুম মুন্নি,বাংলাদেশ
১৯শে জানুয়ারি ২০২০