আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পর্যটন নিগমের অডিও গাইড পরিষেবা

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    রাজ্যের বর্তমান সরকার পর্যটন শিল্পের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে।সেদিকে লক্ষ্য রেখেই পর্যটকদের সুবিধার কথা ভেবে উদ্বোধন হলো অডিও গাইড পরিষেবার। বুধবার (১ জানুয়ারি) সকালে এউপলক্ষে পর্যটন নিগমের হলে এক অনুষ্ঠান হয়। তাতে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সচিব কিরণ গিত্যে, অধিকর্তা বিশ্বশ্রী বি সহ অন্যান্যরা। এদিন মোবাইলে অডিও গাইড পরিষেবার সূচনা করেন পর্যটনমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের পর্যটনকেন্দ্রগুলিকে দেশবিদেশে প্রচারে নিয়ে যেতেই এই উদ্যোগ। তাতে সুবিধা হবে ত্রিপুরায় আসা পর্যটকদের। পর্যটন শিল্পের উন্নয়নে এবং পর্যটকদের সুবিধার্থে রাজ্য সরকার আরও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দপ্তরের মন্ত্রী।পর্যটনমন্ত্রী আবার কৃষি দপ্তরেরও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, গত বছর কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৪টি ক্ষুদ্র রাজ্যের মধ্যে ত্রিপুরা প্রথম পুরস্কার পাচ্ছে। তিনি এর জন্য রাজ্যের কৃষক এবং কৃষি দপ্তরের কর্মী ও আধিকারিকদের ধন্যবাদ জানান। রাজ্যে কৃষির উৎপাদন বাড়াতেও সরকারের অনেক পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী শ্রী সিংহ রায়।

    ছবিঃ সংগৃহীত

    ১লা জানুয়ারি ২০২০
    3/related/default