আবু আলী, ঢাকা ॥
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা। ২১ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠানের শুরুতেই শহীদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সাথে শহীদ বেদীতে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীর পুষ্পস্তবক অর্পণ করা হয়। সংগীত, নৃত্য, রং করা, হাতের লেখা প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র স্কুলের অধ্যক্ষ আয়শা শরমিন চৌধুরী এবং উপাধ্যক্ষ মোঃ আক্তারুজ্জামান, ক্যাম্পাস-১, ২ ও ৩ এর কো-অর্ডিনেটরবৃন্দ, সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাসহ আরো অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা, ইংরেজি মাধ্যম স্কুল গুলোর মধ্যে অন্যতম। শিক্ষা মাধ্যম ইংরেজি হলেও শিক্ষার্থীদের বাংলা, বাংলাদেশ প্রেক্ষাপট, কৃষ্টি-কালচার নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকে।
২২শে ফেব্রুয়ারি ২০২০
২২শে ফেব্রুয়ারি ২০২০