প্রয়াত হলেন প্রদেশ কংগ্রেসের সহ-সভানেত্রী তথা আগরতলা পুর নিগমের প্রাক্তন কাউন্সিলার কল্যাণী দে। হাপানিয়া স্থিত আম্বেদকর হাসপাতালে রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ২টা ৩০মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর। কর্মজীবনে তিনি শিক্ষা দপ্তরের কর্মী ছিলেন।তিনি আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে'র সহধর্মিণী। প্রায় দু'মাস ধরে আইসিইউ তে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।তাঁর মৃত্যুতে রাজ্যের অরাজনৈতিক,রাজনৈতিক মহল থেকে গভীর শোক ব্যক্ত করা হয়েছে।
শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব,সাংসদ প্রতিমা ভৌমিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
ছবিঃসুমিত কুমার সিংহ
২৩শে ফেব্রুয়ারি ২০২০