আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কিংবদন্তি ভরতনাট্যম শিল্পী পদ্মভূষণ প্রোফেসর সিভি চন্দ্রশেখরজিকে ' সর্বোত্তম সম্মাননা ' প্রদান শ্যামসুন্দরের

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    নানা উদ্যোগে হীরক জয়ন্তী বর্ষ উদযাপন করছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স।উদযাপনের অঙ্গ হিসেবে এবছর সংস্থার তরফে দেশের বিশেষ ব্যক্তিত্ব তথা যারা ভারতবর্ষ এর ঐতিহ্য,কৃষ্টি এবং পরম্পরাকে পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিচ্ছেন নিজ নিজ শ্রেষ্ঠত্বের ভূমিকায় তাদেরকে ' সর্বোত্তম সম্মাননা ' প্রদান করা হচ্ছে।২৪ ফেব্রুয়ারি আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর পক্ষ থেকে দেশের অন্যতম নৃত্যগুরু তথা কিংবদন্তি ভরতনাট্যম শিল্পী পদ্মভূষণ প্রোফেসর সিভি চন্দ্রশেখরজিকে ' সর্বোত্তম সম্মাননা ' প্রদান করা হয়।
    অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন গুরুমা জয়া চন্দ্রশেখরণ,প্রাক্তন বিচারপতি এস সি দাশ,গোয়েঙ্কা কলেজের অধ্যক্ষ সুজিত রায় এবং সংস্থার প্রতিষ্ঠাতা প্রয়াত গৌর সাহা এর পত্নী বেলা সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।এদিন পদ্মভূষণ প্রোফেসর সিভি চন্দ্রশেখরজিকে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর পক্ষ থেকে স্মারক,উত্তরীয়,সম্মাননা পত্র সহ পুষ্প প্রদান করে সম্মাননা জ্ঞাপন করা হয়।অনুষ্ঠানটির প্রসঙ্গ টেনে এদিন সংস্থার পক্ষে রূপক সাহা বলেন, আমাদের হীরক জয়ন্তী বর্ষে দেশের অন্যতম ভরতনাট্যম শিল্পী পদ্মভূষণ প্রোফেসর সিভি চন্দ্রশেখরজিকে ' সর্বোত্তম সম্মাননা ' প্রদান করে আমরা্ গর্বিত হলাম।এই বিশেষ সম্মাননা গ্রহণ করে নৃত্যগুরু পদ্মভূষণ প্রোফেসর সিভি চন্দ্রশেখরজি সমগ্র ত্রিপুরাবাসী সহ শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    আরশিকথা প্রচার-বিনোদন বিভাগ 

    ছবিঃ নিজস্ব
    ২৪শে ফেব্রুয়ারি ২০২০
    3/related/default