আবু আলী, ঢাকা ॥ বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি ইন্টিগ্রেটিং বিমস্টেক-২০২০ এ যোগদান করতে ভারতের এসে পৌঁছেছেন। ভারতের উদ্দেশ্যে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১.২০ মিনিটে তিনি ঢাকা ত্যাগ করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ২৬-২৭ ফেব্রুয়ারি ভারত চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে মুমবাই এ ওয়াল্ড ট্রেড সেন্টারে “ইন্টিগ্রেটিং বিমস্টেক-২০২০” অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণের জন্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ২৬ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
এ অঞ্চলের দেশ সমুহের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সুসংহতকরণের প্রচেষ্টায় বে অফ ব্যাঙ্গল ইনিশিয়েটিভ ফর মালটি-সেক্টোরাল টেকনিকেল এন্ড ইকোনমিক কো-অপারেশন(বিমস্টেক) বিগত দুই দশকের বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। অবাধ বাণিজ্য চুক্তি সম্প্রসারণের লক্ষে বিমস্টেক এর সদস্য দেশগুলোর মধ্যে শিল্প ও বাণিজ্য সুবিধা বৃদ্ধি এবং অঞ্চলভিত্তিক ভৌত ও ডিজিটাল সংযোগ স্থাপনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ব্যবসা-বাণিজ্য আকর্ষনীয় করতে ইন্টিগ্রেটিং বিমস্টেক-২০২০ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া, বিমস্টেক দেশ সমুহের মধ্যে পণ্য, সেবা এবং বিনিয়োগ বৃদ্ধিতে ইন্টিগ্রেটিং বিমস্টেক-২০২০ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি আগামী ২৮ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
২৫শে ফেব্রুয়ারি ২০২০