আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    হিলিতে মাদক ব্যবসায়ীসহ ১১ আসামি আটক

    আরশি কথা
    আবু আলী, ঢাকা ॥
    দিনাজপুরের হিলিতে বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবী ও ব্যবসায়ীসহ ওয়ারেন্টভুক্ত পলাতক ১১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 
     গ্রেফতারকৃতরা হলেন, শাহাজালাল মিয়া (২৬), জাহিদুল ইসলাম (৫২), লিটন হোসেন (২৬), শাহাবুল ইসলাম (৩৮), আমিনুর রহমান (৩২), বাবু মিয়া (৩৫), মিলন হোসেন (২৮), আতোয়ার হোসেন (৩৬), মাহতাব হোসেন (৩৪), দুলাল হোসেন (৩৫), নেসে আরা খাতুন (৩৮)। তাদের সকলের বাড়ি হিলি সীমান্তের বিভিন্ন এলাকায়।
    হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের বিশেষ একটি টিম রবিবার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় ২০ বোতল ফেনসিডিলসহ শাহজালালকে ও মাদকসেবনের অভিযোগে জাহিদুল ইসলামকে আটক করা হয়।
    এছাড়া ওয়ারেন্টভুক্ত পলাতক ৯ আসামিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে মাদকসেবী জাহিদুলকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

    ২৪শে ফেব্রুয়ারি ২০২০
    3/related/default