আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মনের গভীরে লুকিয়ে থাকা খুশির প্রকাশও এক একটি ভালো লাগার উদযাপনঃ জবা চৌধুরী,আমেরিকা

    আরশি কথা
    আমাদের আরশিকথার অঙ্গন যখন ভালোবাসার গানে মুখর, তখন সুদূরে বসে নিজেকেও কোনো না কোনোভাবে সেই আনন্দের সামিল করতে মন চায়। আমার মনে হয় ভালোবাসতে পারা মানেই, জীবনের জয়ের পথে আরও এক পা বাড়াতে পারা। শুধু জীবন-সঙ্গী পাওয়াই নয়, মনের গভীরে লুকিয়ে থাকা খুশির প্রকাশও এক একটি ভালোলাগার উদযাপন।
    আজ আমি এখানে শেয়ার করছি আমার অনেকদিনের একটি ইচ্ছের পূর্ণ হবার খুশি। আমাদের ত্রিপুরা রাজ্যের ওপর নিজের হাতে পেইন্ট করা শাড়ি বানানোর ইচ্ছে আমার বহুদিনের। ত্রিপুরা সিল্কের ওপর আমি পেইন্ট করেছি আমাদের রাজ্যের ইতিহাস-উজ্জ্বল উজ্জয়ন্ত প্রাসাদ। 

    সময়ের সাথে পাল্লা দিয়ে বর্তমান পাল্টায়।  আর তার সাথে পাল্টায় আগামী দিনের কথা। কিন্তু ইতিহাস সঠিক সময়ের সঠিক সাক্ষী। পুরোনো স্মৃতির কথা মনে রেখে আমার তুলিতে আঁকা একখানা শাড়ি আন্তরিক ভালোবাসার সাথে আজ শেয়ার করছি আরশিকথায়। সার্বিক অর্থে ভালোবাসায় পূর্ণ হোক সকলের জীবন। শুভকামনা। 

    জবা চৌধুরী,আটলান্টা

    ছবি কৃতজ্ঞতা : ডঃ স্বপন চৌধুরী 

    ১৪ই ফেব্রুয়ারি ২০২০
    3/related/default