আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভালোবাসা"......ত্রিপুরা থেকে পলাশ চক্রবর্তী এর ভালোবাসার অনুভব

    আরশি কথা
    ভালোবাসা ----------++++++±
    পারো যদি গ্রহণ করো ছোট্ট শব্দ ভালোবাসা
    অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে গড়া ভালোবাসা বহু যত্নে লালন করে গড়েছি এই ভালোবাসা তোমার বুকে হাসবে বলে ফুটেছে ফুল ভালোবাসা তুমিই আমায় শিখিয়েছো কাকে বলে ভালোবাসা না হলে কি জাগতো আমার গরল বুকে ভালোবাসা তোমার হাসি তোমার আঁখির ভঙ্গিমাটাই ভালোবাসা তাইতো মনে দোলন খেলে তোমায় দেখেই ভালোবাসা যখন তখন তুমি কেন আসো মনে ভালোবাসা তোমার রুপে তোমার গুণে মুগ্ধ আমি ভালোবাসা তাইতো বলি ওগো প্রিয়া ফিরাইওনা ভালোবাসা অনেক হাসি অনেক কান্না নিয়ে গড়া ভালোবাসা পারো যদি গ্রহণ করো সামান্য মোর ভালোবাসা
    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    -- পলাশ চক্রবর্তী,ত্রিপুরা

    ১৪ই ফেব্রুয়ারি ২০২০
    3/related/default